Shyamoupti Mudly Birthday: রণজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, প্রি বার্থডে সেলিব্রেশন পোস্টে চর্চায় সিলমোহর? জন্মদিনে শ্যামৌপ্তি বললেন...

Shyamoupti Mudly: ৪ নভেম্বর টলি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির জন্মদিন। প্রথমবার প্রি বার্থডে সেলিব্রেট করেছেন। আজকের দিনে আর কী সারপ্রাইজ অপেক্ষা করছে তাঁর জন্য?

Shyamoupti Mudly: ৪ নভেম্বর টলি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির জন্মদিন। প্রথমবার প্রি বার্থডে সেলিব্রেট করেছেন। আজকের দিনে আর কী সারপ্রাইজ অপেক্ষা করছে তাঁর জন্য?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
cats

স্পেশাল ডে-তে এইরকম সারপ্রাইজ পেতে ভাল লাগে: শ্যামৌপ্তি মুদলি

Shyamoupti Mudly Birthday Plan: ৪ নভেম্বর অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির জন্মদিন। জীবনের এই বিশেষ দিনের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে দু'দিন আগেই। প্রথমবার প্রি বার্থডে সেলিব্রেটের অভিজ্ঞতা সঞ্চার করেছেন। সৌজন্য অভিনেতা রণজয় বিষ্ণু। শ্যামৌপ্তির পরিবারের সঙ্গে যাবতীয় আয়োজন করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্ত ভাগ করে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন বার্থডে গার্ল শ্যামৌপ্তি মুদলি। আজকের পরিকল্পনা কী? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী বললেন শ্যামৌপ্তি? 

Advertisment

বন্ধুদের সঙ্গে বার্থডে পার্টি

'কাল রাতে বন্ধুরা আমার জন্য একটা ক্যাফেতে দারুণ সারপ্রাইজ প্ল্যান করেছিল। বেলুন দিয়ে খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছিল আর আমার জন্য একটা রেনবো কালারের কেক এনেছিল। প্রচুর খাওয়াদাওয়া করেছি। নতুন প্রজেক্টে কাজ করছি তাই একটানা অনেকদিন ডায়েটে রয়েছি। কিন্তু, কাল এত খাবার দেখে নিজেকে আর সামলাতে পারিনি। রাতে বাড়ি ফিরে বলেই দিয়েছিলাম এখন আর কেক কাটব না। কারণ সিরিজের শুটিংয়ের পর সেখানেও একপ্রস্থ সেলিব্রেশন হয়েছে, কেক কেটেছি।' 

মায়ের হাতের রান্না

'দুপুরে মায়ের হাতের রান্না খাওয়ার জন্য অপেক্ষা করছি। মা এত সুন্দর রান্না করে...সামান্য ডালটাও জাস্ট অসাধারণ। চিংড়ি আমার ভীষণ প্রিয়। কিন্তু, অ্যালার্জির একটু সমস্যা আছে। এখন শুটিং চলছে তাই যদি কোনও সমস্যা হয় সেই জন্য মাকে বলেছি শুট শেষ হয়ে গেলে জমিয়ে খাওয়াদাওয়া করব। আসলে মা রান্না করলেই এতটা বেশি খেয়ে ফেলি...। তাই আজ একদম সিম্পল রান্না করতে বলেছি। দুপুরের পর আমার জন্য আর কী সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা সত্যিই জানি না। তবে স্পেশাল ডে-তে এইরকম সারপ্রাইজ পেতে ভাল লাগে।'

Advertisment

আরও পড়ুন রুবেলের সারপ্রাইজ-শ্বশুরবাড়ির আদর, বিয়ের পর প্রথম জন্মদিন কেমন কাটাচ্ছেন শ্বেতা?

জন্মদিনের উপহার

'সকলে একসঙ্গে আমার জন্য এতটা সময় ব্যায় করেছে, এত কিছু আয়োজন করেছে সেটাই তো জন্মদিনের স্পেশাল গিফট। প্রতি বছর ওঁরা আমার জন্মদিনটাকে স্পেশাল করে করে তোলে। আমাকে স্পেশাল ফিল করায়। জন্মদিনে এগুলোই তো বিরাট প্রাপ্তি। আর তথাকথিত উপহার বলতে আমি সুন্দর ডায়েরি পেয়েছি। সেই সঙ্গে চাবির রিং, ড্রেস, বই, প্রচুর চকোলেট আর যেহেতু আমি চা খেতে ভালবাসি অনেকরকমের চা-ও গিফট পেয়েছি।'  

ভক্তের ভালবাসা

'সিরিয়ালের সেটে ফ্যানেরা আসত। কিন্তু, এখন যেহেতু সিরিজের কাজ চলছে তাই এবার সেটা হয়নি। তবে সকাল থেকে জন্মদিনের প্রচুর শুভেচ্ছাবার্তা পেয়েছি। আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ থাকি না তবে জন্মদিনে চেষ্টা করি প্রত্যেককে ধন্যবাদ জানাতে।' জীবনে প্রথমবার প্রি বার্থডে সেলিব্রেট করেছেন শ্যামৌপ্তি। খুশির জোয়ারে ভাসছেন অভিনেত্রী। 

প্রি বার্থডে সেলিব্রেশন

সেই প্রসঙ্গে পূর্ণ সম্মতি জানিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলেন, 'প্রথমবার প্রিবার্থডে-র অভিজ্ঞতা হল। সেটা সারাজীবন মনে রাখবে। নিজের বুদ্ধি, পরিশ্রম দিয়ে ওই দিন যে ব্যবস্থা করেছিল তার থেকে বড় গিফট আর কিছু হতে পারে না। জন্মদিনটা পুরোটাই সারপ্রাইজের উপরই চলছে। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনে তাঁরা জানে আমার কাছে প্রকৃত উপহার কী।' 

পরোক্ষভাবে সম্পর্কে সিলমোহর?

জন্মদিন সেলিব্রেশনের মাধ্যমে সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দিলেন? অভিনেত্রীর সংযোজন, 'আমি সত্যিই অত কিছু ভাবিনি। আমার জন্য যে চারজন মানুষ অক্লান্ত পরিশ্রম করে এত কিছু আয়োজন করেছিল সেটা নিয়ে মনের অনুভূতিটুকু শেয়ার করেছি।'  

আরও পড়ুন 'কোনও নেগেটিভিটি যেন আজ ছুঁতে না পারে', রণজয়ের জন্মদিনে প্রার্থনা শ্যামোপ্তির

Shyamoupti Mudly