অভিনেত্রী সোহিনী সরকার, যিনি আন্দোলনে অংশ নিয়েছিলেন সক্রিয়ভাবে, তিনি দুর্গা বরণের পর একটি ভিডিও আপলোড করেছেন। এবার, বিয়ের পর তাঁর প্রথম পুজো।
সেভাবে পুজোর কোনও ছবি তিনি আপলোড না করলেও ঠাকুর বরণ করে এসে একটি ভিডিও তিনি দেখালেন। পুজওর আগেই তাঁর জন্মদিন উপলক্ষে দুর্গাবাড়িতে গিয়েছিলেন পুজো দিতে। সেই ছবি আপলোড করেই তিনি বেশ ট্রোল হয়েছিলেন।
আর এবার সারা পুজো শেষে দশমীর দিন তিনি এই ভিডিও আপলোড করলেন। পাশে বর শোভন। বিয়ের পর প্রথম পুজো। ফলে, কিছু তো বিশেষ মুহূর্ত থাকবেই। অভিনেত্রীকে দেখা গেল, বরকে সঙ্গ দিতে। পরনে লাল রঙ্গের শাড়ি। সিঁদুরে রাঙা মুখ, সোহিনীকে বেশ লাগছিলও সুন্দর।
শোভন পাশে বসে গান গাইছেন। আর সোহিনী নিজের মত করে তাল দিচ্ছেন। বরের সুরে মাতোয়ারা অভিনেত্রীকে দেখা গেল দুলকি চালে। বিজয়ার এক অনন্য উদযাপন দেখা গেল সোহিনীর বাড়িতে।
উল্লেখ্য, সোহিনী আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। আন্দোলনে অংশগ্রহণ করার পাশাপাশি সারারাত দখল করেছেন তাঁরা। গরম-ঘাম সবকিছুই উপেক্ষা করেছেন, শুধুই যাতে বিচার হয় সেকথাই ভেবেছিলেন।