Advertisment

'আমার সঙ্গে আর যোগাযোগ করবেন না...', মানুষ-কুকুরের তুলনা টেনেই সবকিছুর থেকে দূরে শ্রীলেখা?

Sreelekha Mitra post: সমাজ মাধ্যমের পাতায় তিনি নানান সময় সরব হয়েছেন। তবে ফের একবার শেষ কিছু দিনের ঘটনাগুলো, তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যে কারণে তিনি বিদায় নিলেন সমাজমাধ্যম থেকে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
srilekha mitra video

কোথায় গেলেন শ্রীলেখা?

 

Advertisment

আর কিছুই ভালো লাগছে না অভিনেত্রীর? শ্রীলেখার যেন দম বন্ধ হয়ে আসছে। যত তিনি পশুদের দেখছেন, ততই মানুষের প্রতি বিশ্বাস আরো কমছে। তেমন কিছুই সমাজ মাধ্যমে লিখে বিরতি নিলেন তিনি।

যেকোনো সামাজিক অবক্ষয় বা যেকোনো কিছুতেই, শ্রীলেখা সবার আগে মুখ খোলেন। এবারও তার ব্যতিক্রম নয়। আরজি করে জুনিয়র ডাক্তারের মৃত্যুতে, সবার আগে রাস্তায় নেমেছিলেন তিনি। এমন কি প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী এবং মানুষের উদ্দেশ্যে। তবে আজ তিনি যথেষ্ট বিরক্ত। এরই মধ্যে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তার অভিযোগের কারণে তোলপাড় শুরু হয়েছে। কেরালার চলচ্চিত্র একাডেমি চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিয়েছেন রনজিত। শ্রীলেখার সঙ্গে, শীলতাহানীর অভিযোগেই ইন্ডাস্ট্রিতে নারী নিরাপত্তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

কী বলছেন অভিনেত্রী?  

টলিউড ও ঠিক সেরকমই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কিন্তু চারপাশে যা ঘটছে সেসব দেখতে দেখতে শ্রীলেখা ক্লান্ত। মধ্যপ্রদেশের ১৪ বছরের মেয়েকে বাঁচিয়েছে পোশা কুকুর, এরকম একটি পোস্টের শ্রীলেখা লিখছেন...

"যত আমি পুরুষদের দেখছি, ততই দিনের পর দিন যেন আমার ভগবানের প্রতি থুরি, কুকুরদের প্রতি ভালোবাসা বেড়ে চলেছে।" রাস্তার চার পেয়েদের মানুষের প্রতি ভালোবাসা অস্বীকার করার মত নয়। নানান ভাবে তারা মানুষের প্রাণ বাঁচিয়ে এসেছে। তাই তাদের প্রতি শ্রীলেখার আলাদাই ভালোবাসা সেটুকু তিনি জানান দিলেন।

তাঁর পাশাপাশি এও জানালেন শেষ কিছুদিন ধরে যা ঘটে চলেছে, এতে তিনি ক্লান্ত। তিনি লিখলেন, "কিছুদিনের জন্য facebook আনইন্সটল করছি। জন্মদিন পার্টি শুভেচ্ছা এসব কিছুই আর ভালো লাগছে না। আমি খুব সেনসেটিভ মানুষ তাই। সেলিব্রিটি নয়। চারিদিকে এত স্ট্রেস আর নিতে পারছি না। চারিদিকের অবক্ষয় আমায় ক্লান্ত করছে। দিন কয়েকটা ছুটি নিতে চাই। আমার সঙ্গে যোগাযোগ না করলেই এখন ভালো।" 

যখন আরজি করের জুনিয়র ডাক্তারের মৃত্যুতে অন্যরা সমাজ মাধ্যমে সমালোচনা করছিলেন, তখন শ্রীলেখা রাস্তায় নেমে নানা প্রশ্ন করেন। যেখানে মেয়েরাই সুরক্ষিত নয়, সেখানে কিসের কন্যাশ্রী এমন প্রশ্নও তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাখেন।  তবে আজ এতদিন পরও যেন সব বিচারই অধরা। জাস্টিস এর জন্য এখনো মানুষ চেষ্টা করে চলেছেন। কবে যে বিচার হবে সেই অপেক্ষাতেই সকলে।

 

Sreelekha Mitra Tollywood Actress Entertainment News Today entertainment Entertainment News
Advertisment