Advertisment

Subhashree Ganguly - Yaalini: ছেলের জন্মদিনে বড় সারপ্রাইজ, মেয়েকে দেখালেন শুভশ্রী

Shubhasree Ganguly shared Yalini's photo: বহুদিন ধরে একই প্রশ্ন শুনেছেন মেয়েকে কবে দেখাবেন। শুভশ্রীও বলেছিলেন যে আমার ছেলেকে আর মেয়েকে একই রকমের দেখতে। আজ মেয়ের সঙ্গে সকলের পরিচয় করালেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Shubhasree daughter yalini

Shubhasree daughter yalini: মেয়েকে দেখিয়ে কী বলছেন অভিনেত্রী?

প্রায় একটা বছরের কাছাকাছি। যেদিন থেকে দ্বিতীয়বারের মতো শুভেচ্ছা গঙ্গোপাধ্যায় মা হয়েছেন, সেদিন থেকে সকলের মনে একটাই প্রশ্ন ইয়ালিনীকে কবে দেখাবেন? ছোট্ট মানুষটিকে দেখতে আগ্রহী ছিলেন সকলে। 

Advertisment

রাজ এবং শুভশ্রী প্রথম সন্তানের জন্মের সময়, হাসপাতালের বিছানা থেকে ইউভানকে দেখিয়ে ছিলেন। কিন্তু ইয়ালিনির ক্ষেত্রে সেটা হল না। অনেকেই এমন দাবি করছিলেন, বলিউডে দেখানো পথে হাঁটবেন। রনবীর আলিয়া, বিরাট অনুষ্কার মত তারাও হয়তো সন্তানকে লোক নজরের রাখবেন। কিন্তু না, সেটি হলো না..

বরং এক বিশেষ দিনেই মেয়েকে সকলকে দেখানোর কথা ভেবে রেখেছিলেন রাজ এবং শুভশ্রী। আর করলেন ও তাই। শুভশ্রী একবার বলেছিলেন, তার মেয়ে পুরো তার ছেলের কার্বন কপি। ইউভান ছোটবেলায় যেরকম দেখতে ছিল, ইয়ালিনিকেও ঠিক সেরকমই দেখতে। আর আজ যখন মেয়েকে প্রকাশ্যে আনলেন, তখন প্রায় সেই কথাই মিলে গেল। 

আজ দাদা ইউভানের জন্মদিন। এর থেকে ভালো সুযোগ আর হয়? ইউভানের কোলে শুয়ে রয়েছে ইয়ালিনী। ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে ধরে রেখেছে দাদাকে। মাথা ঘুরিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করছে হচ্ছেটা কি? মাথায় কোঁকড়া চুল, পরনে একটা ওয়ানজি, ছোট্ট ইয়ালিনীকে দেখে সকাল থেকে মন ভালো নেটপাড়ার। 

শুভশ্রী সেই ছবি ক্যাপশনে লিখলেন, দাদা শুভ জন্মদিন, তোমাকে আমি ভালোবাসি। ভাই বোনের মধ্যে খুনসুটির কথা আগেই জানিয়েছিলেন রাজ। বলেছিলেন ছেলের কাছে, ইয়ালিনী একদম একটা পুতুলের মত। মাঝেমধ্যেই মেয়ের ছোটখাটো ঝলক দেখাতেন শুভশ্রী। কিন্তু আজ সকলের সামনেই তাকে দেখিয়ে দিলেন। 

Subhashree Ganguly Raj Chakrabarty Raj-Subhashree
Advertisment