শেষ কিছুদিন পাল্টে গিয়েছে শহরের চিত্র। একদিকে, যেমন প্রতিবাদে নেমেছেন তারকারা। অন্যদিকে উৎসবের মেজাজও যেন একটু ভিন্ন। কারণ? খেয়াল করলে দেখা যাচ্ছে মাতৃ আরাধনার সুর এখন প্রতিবাদের। তারকারা পথে নেমেছেন।
যারা নেমেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুদীপ্তা চক্রবর্তী থেকে অনেকেই। এবার, আসন্ন দুর্গোৎসবে এই মানুষগুলোকে দিয়ে যাতে পুজোর কোনোরকম উদ্বোধন না করানো হয়, সমাজ মাধ্যমে সেই নিয়েই ঘুরে বেড়াচ্ছে পোস্ট। তাতে ঠিক কী লেখা?
সেই পোস্টে লেখা, 'অনেক তৃণমূল নেতা ও জন প্রতিনিধি বিভিন্ন পুজোর সঙ্গে যুক্ত। সেই সমস্ত পুজো কমিটিগুলোকে অনুরোধ করছি, যারা আমাদের দিদিকে অপমান করছে, অন্যায়ভাবে আমাদের সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, সেই সমস্ত মানুষকে, পুজোয় উদ্বোধন বা কোনও অনুষ্ঠানে ডাকবেন না। যদি, ডাকেন তাহলে জানা যাবে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি কোনও আবেগ নেই। আর এই পোস্টটি শেয়ার করেই সুদীপ্তা চক্রবর্তী নিজের কথা জানিয়েছেন।'
তিনি প্রতিবাদের পাশাপাশি মজার সুরে বললেন, "এটা কী করলেন ছোট ছোট ভাইবোনেরা? কয়েকদিন ধরে একটু না হয় প্রতিবাদ প্রতিবাদ খেলছি আমরা ক'জন। সামনে আমাদের সিনেমা রিলিজ আর নাটকের শো আছে কয়েকটা। তাই এই সুযোগে একটু দাঁও মেরে নিচ্ছি আর কি। এটুকুও করতে দেবেন না? এমনিতেই আমাদের সিনেমা কেউ দেখে না, নাটকে টিকিট বিক্রি হয় না, গান শোনে না কেউ। মিছিলে হেঁটে একটু পিআর টা করে নিচ্ছি কয়েকদিন। এত গায়ে লাগছে আপনাদের?"
এটা কী করলেন ছোট ছোট ভাইবোনেরা? কয়েকদিন ধরে একটু না হয় প্রতিবাদ প্রতিবাদ খেলছি আমরা ক'জন। সামনে আমাদের সিনেমা রিলিজ আর...
Posted by Sudipta Chakraborty on Tuesday, October 1, 2024
অভিনেত্রী এর সঙ্গে নজরে আনলেন তাঁদের কাজের প্রসঙ্গ। কেউ তাঁদের কাজ দেয় না? ফুটেজ খেতেই এসেছিলেন এই আন্দোলনে? তিনি বলছেন, "সারাবছর কেউ কাজ দেয় না। কোথাও দেখা যায় না আমাদের। দুটো পুজো উদ্বোধন আর পুজোয় অনুষ্ঠান করে গোটা বছর ধরে সংসারটা টানি। এবার যদি আমাদের পরিবার গুলো না খেতে পেয়ে মরে, তার দায়িত্ব কে নেবে বলুন দেখি? প্রতিবাদ প্রতিবাদ তো আপনারাও খেলছেন টুকটাক। আমরা কি কিছু বলেছি তখন? আপনারা এত অবুঝ কেন? কেন? কেন? ধুর, ভাল্লাগেনা। কান্না পাচ্ছে। খুব ভয় ও পেয়েছি। বাবা গো...বাঁচাও! জুজু আসছে। ভ্যাঁঅ্যাঁঅ্যাঁ!!"
উল্লেখ্য, সুদীপ্তা যেদিন থেকে আন্দোলনে জড়িয়েছেন সেদিন থেকেই নানা ভাবে তাঁকে অপমান করা হয়েছে। আন্দোলনে থাকাকালীন তিনি তাঁর নাটক বিনোদিনীর পোস্টার শেয়ার করেছিলেন বলেই নানা প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও, তাতে কোনও মন্তব্য রাখেননি তিনি।