Advertisment

Sudipta Chakraborty: 'নিজেকে আপাদমস্তক নাইটিতে না ঢেকে চেষ্টা করুন...', ছেলের মায়েদের কড়া উপদেশ সুদীপ্তার

Sudipta chakraborty updates: অভিনেত্রী একদিকে যেমন সরব হয়েছেন প্রতিবাদে, তেমনই তিনি ছেলের মায়েদের উদ্দেশ্যে কিছু উপদেশ পর্যন্ত শেয়ার করেছেন। কী কী লেখা তাতে?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sudipta chakraborty on RG kar

ছেলের মায়েদের উদ্দেশ্যে কী বললেন সুদীপ্তা?



অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, আরজি কর কান্ডের প্রতিবাদে বরাবরই সরব হয়েছেন । প্রতিদিনই প্রায় পিছনে কিছু আপডেট তিনি দিয়ে চলেছে। সুদীপ্তা, কিছুদিন আগেই লিখেছিলেন টিভিতে নানান রকম ধর্ষণের লিস্ট দেওয়া হচ্ছে। কার রাজ্যে কতগুলো ধর্ষণ হয়েছে সেই লিস্ট, যেন এগুলো মেনে নিতে পারছেন না তিনি।

Advertisment

নিজে একটি মেয়ের মা, তার পাশাপাশি ইন্ডাস্ট্রি একজন অন্যতম অংশ। যে হারে শ্রীলেখা মিত্রর অভিযোগের পর টলিউড ইন্ডাস্ট্রিতেও পরিচালক এবং হিরোদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অভিনেত্রীরা, তাতে এইটুকু বোঝা যাচ্ছে, টলিউড ইন্ডাস্ট্রির অবস্থাও খুব একটা সুখকর নয়। আরজি করের ঘটনায় বাবা মায়েদের ঘুম উড়েছে। সেই বাবা মায়েদের মধ্যে তারকারাও পরেন।

কী বক্তব্য অভিনেত্রীর? 

সুদীপ্তা যেন এতদিন ধরে শুধুই বিচারের আশা করছেন। কিন্তু, এখন মেয়েদের নিরাপত্তার জন্য, ছেলেদের আদব কায়দা শেখানোর কথা বলেন অভিনেত্রী। ফেসবুকের পাতায় একটি লেখা তিনি শেয়ার করলেন। যিনি লিখেছেন, সেও ১০ বছরের একটি ছেলের মা। সহমত হয়েই তিনি লিখলেন... 

যিনি এটি লিখেছেন, তাঁকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু তাঁর সঙ্গে আমি ১০০ শতাংশ সহমত। সেই পোস্টে কিছুটা এমন লেখা... "ছেলের মায়েদের বলছি যাদের বয়স পাঁচ পেরিয়েছে, এখন থেকেই ছেলেকে বাড়িতে জামা পরানো অভ্যাস করুন। তা সে যতই গরম লাগুক খালি গায়ে ঘুরতে দেবেন না। অন্তত একটা স্যান্ডো গেঞ্জি হলেও পরতে হবে। রাস্তায় যত্রতত্র প্যান্টের চেইন খুলে টয়লেট করতে এলাও করবেন না। এইটা লজ্জার সেটা জানান। অস্বস্তি কিছু হলে সেটা বাথরুমে গিয়ে চেক করতে বলুন। প্রয়োজনে আপনিও যান সাথে।"

সুদীপ্তার পোস্ট  

এছাড়াও সেই পোস্টে লেখা ছিল, মায়েদের নিজের পোশাক নিয়ে ভাবার কথা। ছেলেদের চোখে মা প্রথম নারী। তাই, তাঁকে দেখেই সবটা শেখে ছেলেরা। সুদীপ্তা যেই লেখা শেয়ার করেছেন তাতে আরও লেখা... "নিজেকে আপাদমস্তক শাড়ি বা নাইটিতে না ঢেকে রেখে পারলে চেষ্টা করুন ঘরে আপনিও টি-শার্ট আর শর্টস পরতে। আপনার ছেলের চোখে এই পোশাকটা গা সওয়া হয়ে যাবে। বড় হয়ে রাস্তাঘাটে এরম পোশাক দেখলে নতুন করে আর উত্তেজনা তৈরি হবে না।"

উল্লেখ্য, অভিনেত্রী এই অন্যায়ের বিরুদ্ধে যেমন সরব হয়েছেন, তেমনই নানা মিছিলে পা মিলিয়েছেন। তাঁর দিদি বিদীপ্তাও রয়েছেন সেই তালিকায়। দুই বোনই প্রতিবাদে সামিল হয়েছেন। শুধুই এখন বিচারের অপেক্ষা।

Tollywood Actress Sudipta Chakraborty tollywood news
Advertisment