Advertisment

"নারী দিবসে নতুন জন্ম!" পদ্ম শিবিরে গিয়েই বলছেন তনুশ্রী, পেতে পারেন বিজেপির টিকিট

নারী দিবসে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে গেরুয়া মন্ত্রে দীক্ষিত হলেন তনুশ্রী চক্রবর্তী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

জল্পনা আগে থেকেই ছিল। এবার নারী দিবসে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে গেরুয়া মন্ত্রে দীক্ষিত হলেন তনুশ্রী চক্রবর্তী। উল্লেখ্য, রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদানের পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, তনুশ্রীও নাকি এবার পদ্মবনের পথে। তবে সেই সময়ে জল্পনা থেকে মুখ ঘোরালেও সোমবার হেস্টিংসে বিজেপি কার্যালয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন টলি অভিনেত্রী।

Advertisment

বিজেপিতে যোগ দিয়েই তনুশ্রীর মন্তব্য, "আজ নারী দিবস। সব সময়ে মানুষের জন্যই কাজ করেছি। মানুষকে আনন্দ দিয়েছি। আজ নতুন জন্ম আমার। তাই বিশ্ব নারী দিবসে আজ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলাম।"

তনুশ্রী চক্রবর্তী ছাড়াও এদিন বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের বিদায়ী তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সোনালি গুহ, জটু লাহিড়ি, ফুটবলার দীপেন্দু বিশ্বাস প্রমুখ। টিকিট না পাওয়ার জন্যই যে তৃণমূলের এই একদা একনিষ্ঠ সদস্যরা বিজেপিতে যোগ দিলেন, তা বলাই বাহুল্য। মুকুল রায়, শুভেন্দু অধিকারী এবং লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই সোমবার হেস্টিংসের দলীয় কার্যালয়ে পদ্ম পতাকা হাতে তুলে নিলেন তাঁরা। একুশের বিধানসভা ভোটের আগে যে, ঘাসফুল শিবিরে এ এক বড় ধাক্কা, তা হলফ করে বলাই যায়।

publive-image
গেরুয়া শিবিরে তনুশ্রী চক্রবর্তী

যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকারের পর এবার তনুশ্রীও গেরুয়া শিবিরে। একুশের ভোটে ঘাসফুল শিবিরকে টেক্কা দিতে পদ্মের তরফে 'স্টার-স্ট্যাটেজি' যে বিশেষ চমক দিতে চলেছে, তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। অভিনেতারা এখন নেতাও বটে! রাজনৈতিক ময়দানে নাম লিখিয়ে ভোটপ্রচারে নেমে পড়েছেন কোমর বেঁধে। রাজ্যের শাসকদলও কম যায় না। তারকা-খচিত প্রার্থীতালিকায় রয়েছে টলিউডের একাধিক ডাকসাইটে নাম।

উল্লেখ্য, ভোটের মুখে তনুশ্রী চক্রবর্তীর যোগদান যে টিকিট পাওয়ার জন্যই, রাজনৈতিক মহলের অন্দরে ইতিমধ্যেই সেই গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, বিজেপির তরফে প্রার্থী করা হতে পারে অভিনেত্রীকে। তবে দিলীপ ঘোষের কণ্ঠে অবশ্য অন্য সুর। বললেন, "কেউ প্রার্থী হওয়ার লোভে নয়, মানুষের সেবা করার জন্য়ই নিজের ইচ্ছেয় বিজেপিতে যোগ দিয়েছেন।"

Tanusree Chakraborty bjp
Advertisment