/indian-express-bangla/media/media_files/2025/09/15/kal-2025-09-15-14-08-17.jpg)
নতুন অ্যালবামের নাম- আর নয়...
'কালপুরুষ - আর নয়...' বাংলা ব্যান্ডের দুনিয়ায় একসময় এই ব্যান্ডের নাম ছিল বেশ জনপ্রিয়। ১৯৯৮ সাল থেকে তাঁদের পথচলা শুরু। তবে মাঝখানে অনেকটা সময় পেরিয়েছে। ২৭ বছরের মধ্যে তারা অনেক গান উপহার দিয়েছেন। তবে, এটি তাঁদের নবম অ্যালবাম। এবং দীর্ঘ এতবছর পর তারা আবার ফিরলেন। ২০১৭ সালের পর আবার পূর্ণদৈর্ঘ্য গানের অ্যালবাম নিয়ে কালপুরুষ আর নয়... প্রায় ৫ টি গান রয়েছে তাতে।
প্রচ্ছদ খেয়াল করলে দেখা যাবে, এক কাপল বসে রয়েছে। সঙ্গে রয়েছে একটি সারমেয়। এই ব্যান্ড প্রায় নয় বছরের গ্যাপে, নবম অ্যালবাম নিয়ে এসেছে। ব্যান্ডের অন্যতম সদস্য বুবলা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী কী জানালেন?
নয় বছরের গ্যাপ...
সিঙ্গেল টুকটাক কাজ করেছি আমরা। একটা অ্যালবাম বানাতে অনেক সময় লাগে। ভিডিওর ক্ষেত্রেও দেখা যায় অল্প সময় দেখে মানুষ। আজকাল সময় নেই। যেকোনো আর্টিস্টদের ক্ষেত্রে মানুষ ধৈর্য ধরে পুরোটা গান শোনে না। এই আলবামের ক্ষেত্রে আমাদের ৫টা গান আছে, এবং সবকটা গান রয়েছে ৫ মিনিটের করে। যাতে মানুষের শুনতে বিরক্ত না বোধ হয়।
/indian-express-bangla/media/post_attachments/3bef7a13-d19.jpg)
কেন কালপুরুষ এবং আর নয়?
কালপুরুষ আর নয় - মানে কিন্তু, আর হবে না এমনটা না। আমাদের এটা ৯ নম্বর অ্যালবাম তাই। ৫টা গানের মধ্যে একটা গান এই 'আর নয়'কে মেনশন করে। একটা গান চেপেচুপে থাক, সেটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। সমাজের অবৈধ কিছু, যেটা আমরা মুখ বুজে মেনে নি, সেটা আর উচিত না। আমাদের আওয়াজ তোলা উচিত, আমাদের ভাবা উচিত। এটাই আমাদের বক্তব্য। ভাল কিছু কারণে আমাদের কথা বলা উচিত। এটাই হচ্ছে, আর নয়কে রিপ্রেজেন্ট করে, নেগেটিভ কিছুকে টলারেট করা যায় না।
ব্যান্ড বিষয়টার ক্ষেত্রে কি পরিচিত মুখ দাবি রাখে?
একটা সময় বাংলা ব্যান্ডের ঝড় চলেছে। তাঁদেরকে প্রমোট করা হয়েছে। আমরা অনেক ভাল ভাল কাজ করেছি। আমরা স্টেজ পেয়েছিলাম একটা সময়। এখন সেই সুযোগ একটু হলেও কমেছে। সিনেমার দিকে এখন বেশি ঝোঁক। আমাদের এখানে অনেক বেশি এখন বলিউডের সিঙ্গাররা আসছেন, তাঁরা কনসার্ট করছেন। ব্যান্ডের স্কোপ আছে। কিন্তু, হাত ধরার মানুষ খুব কম। সোশ্যাল মিডিয়া ছাড়া আর নিজেদের ঢাক পেটানোর জায়গা নেই। ব্যান্ড যদি সাপোর্ট পায়, তাহলে কাঁপিয়ে দেবে ভারত জুড়ে। নাম থাকাটা এইজন্যই জরুরি হয়ে গিয়েছে। কলকাতার ব্যান্ড যারা, তাঁরা কিন্তু সুযোগ পাচ্ছে। আর যারা পশ্চিমবাংলার অন্য শহরের ব্যান্ড, তাঁরা কি কলকাতার না? নিশ্চই। কিন্তু এইটা বোঝাতেই অনেক সময় লেগে যায়। যারা জেলাস্তরে থাকে, তাঁরাও কিন্তু ভাল ব্যান্ড, ভাল কাজ করে। নাম তখনই হয়, যখন প্রচার বাড়ে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us