scorecardresearch

‘ভাইজান’-এর ধাক্কায় কোণঠাসা বাংলা ছবি! চেঙ্গিজ জিতের কাঁধে হাত দেব-প্রসেনজিৎদের

ঝোড়ো সলমন-হাওয়ায় হলে ধুঁকছে বুম্বার ‘শেষপাতা’, অঙ্কুশের ‘লাভ ম্যারেজ’।

Salman Khan, Kisi Ka bhai kisi ki jaan, Eid 2023 release, Jeet, Chengiz, Jeet Chengiz, Bengali cinema, Bengali cinema Box office, Dev, Ankush, Prosenjit Chatterjee, সলমন খান, কিসি কা ভাই কিসি কি জান, সলমন খান বক্সঅফিস রেকর্ড, জিৎ, চেঙ্গিজ, বাংলা সিনেমা, ইদ ২০২৩ রিলিজ, বলিউডের খবর, টলিউডের খবর
ইদে মুক্তি পেল জিতের 'চেঙ্গিজ', সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান'

‘পাঠান’ শাহরুখ খানের মতো এবার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সলমন খানের দাপটে বাংলা সিনেমা ধুঁকছে। পয়লা বৈশাখ উপলক্ষে রিলিজ করেছিল তিন-তিনটে বাংলা সিনেমা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘শেষপাতা’, অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’, এদিকে অনির্বাণ চক্রবর্তীর ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’। এই তিনটির মধ্যে যদিও একেনবাবু বক্সঅফিসে হইহই করে চলছে। এমনকী বাকি ২টোর থেকে শোয়ের সংখ্যাও অনেক বেশি পেয়েছে। তবে সলমন খানের বিগ বাজেট ইদের সিনেমা রিলিজ করতেই ক্যাশবাক্সে ভাঁটা!

প্রসঙ্গত, ইদের বিগ ফ্রাইডে রিলিজের তালিকায় বলিউডের ভাইজান এবং টলিউডের ‘চেঙ্গিজ’ জিৎ। একই দিনে মুক্তি পেয়েছে এই দুই ছবি। এছাড়া, জিতের সিনেমা বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও রিলিজ করেছে। তবে হলে স্লট পেতে গিয়ে খাবি খেতে হচ্ছে বাংলার সুপারস্টারকে। কারণ, বাংলাতেও সলমনের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। লাভের আশায় সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’কে হুড়মুড়িয়ে স্লট দিচ্ছে বাংলার মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গলস্ক্রিনগুলো। যার জেরে পিছিয়ে পড়েছে বাংলা ছবি। সেখানেই হাল ধরতে জিতের হয়ে গলা ফাটালেন টলিপাড়ার ‘দাদা-ভাইরা’।

টিকিট বুকিংয়ের রেকর্ড বলছে, বাংলায় ভাইজানের সিনেমার গুঁতোয় ধোপে টিকতে পারলেন না জিৎ। অতঃপর ‘চেঙ্গিজ’-এর ভবিষ্যৎ নিয়ে বেশ আশঙ্কায় বাংলা সিনেপ্রেমীরা। পশ্চিমবঙ্গে জিতের সিনেমার থেকে ৫ গুণ বেশি শো পেয়েছে সলমনের ছবি। শুক্রবার ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর শো সংখ্যা যেখানে ২৯০টি, সেখানে জিতের চেঙ্গিজ পেয়েছে মোটে ৬২টি শো। অন্যদিকে, পয়লা বৈশাখে মুক্তি পাওয়া তিন বাংলা সিনেমার শোয়ের সংখ্যাও ধুঁকছে। এমতাবস্থায় ‘চেঙ্গিজ’ জিতের পাশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে দেব-অঙ্কুশরা। টুইটে তাঁরা অনুরাগীদের জিতের সিনেমা দেখার অনুরোধ করেছেন। সারা ভারতে চেঙ্গিজ’ মুক্তি পাওয়ায় বেশ খুশি তাঁরা।

শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, অঙ্কুশের ‘লাভ ম্যারেজ’-এর শোয়ের সংখ্যা মোটে ৬টি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘শেষপাতা’র পরিস্থিতি আরও খারাপ। কপালে জুটেছে মাত্র ২টি শো। এদের মধ্যে একমাত্র ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’-ই এগিয়ে। বৃহস্পতিবার অবধি যে সিনেমার শোয়ের সংখ্যা ১৪৪টি ছিল, সেখানে সলমন খানের বিগ বাজেট সিনেমা রিলিজ করায় সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৭৮টিতে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bengali cinema doesnt get slot as salman khans kisi ka bhai kisi ki jaan released