অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেছেন। পরিচালক এবং অভিনেতার সদস্যপদ স্থগিত করেছে DAEI...যদিও বা এর আগেও তিনি নিজের হয়ে সাফাই গেয়েছিলেন, তবে এবার প্রশ্ন তুলেছেন পাল্টা অভিনেত্রীর প্রতি।
পরিচালক জানিয়েছিলেন, একটি দৃশ্যের শুটিংয়ের আগে তিনি শট বোঝাতে গিয়ে অভিনেত্রীকে কোলে বসার অনুরোধ করেছিলেন। তারপর থেকেই আলোচনার শুরু। কিন্তু, অভিনেত্রী দাবি করেন, তাঁর অস্বস্তি হচ্ছিল। অরিন্দম আজও নিজের কথা বললেন। অভিনেত্রীর আচরণ এবং অভিযোগের দিকে আঙুল তুলে বললেন...
কী বলছেন পরিচালক?
"প্রযোজকের কাছে ও অভিযোগ করেছিল। উনি আমায় জানিয়েছিলেন। আমি তো অবাক হয়েছিলাম। আমি বলেছিলাম, যে ওর সঙ্গে কথা বলব এক্ষুনি। কিন্তু প্রযোজক আমায় বলল, যে না ওর হয়তো না অস্বস্তি হয়েছে। আমরা সেটা বুঝে শুনে নেব। আর একদিনের শুটিং বাকি ছিল। কাজ হল ভাল করে।" কিন্তু, অভিনেত্রীর যদি এতটাই অস্বস্তি হয়ে থাকে তাহলে একদিন ঠিক করে কাজ করল কেন সে? যত বড়ই অভিনেত্রী হোক, তাঁর চূড়ান্ত অস্বস্তি বোধ হবেই, এমনটাই দাবি করেছিলেন অরিন্দম।
তাঁর কথায়, পরের দিন যখন সে কাজ করল, আমি তো কোনও অসুবিধা বুঝলাম না। এমনকি সে অভিনয় করল, আমি মনিটরে বসে ডিরেকশন দিলাম, ডায়লগ বলে বলে দিচ্ছিলাম, কপি করে কাজ করল। দারুণ কাজ করল। এমনকি, তাঁর পর যে স্টিল রয়েছে তাতে দেখা যাচ্ছে, ও হাসছে। তাঁর ভিডিও পর্যন্ত রয়েছে। সমানে সবাই ট্রমা, অস্বস্তি এসব নিয়ে বলছে তো, কোনও অভিনেতা বা অভিনেত্রী সে যতই বড়মাপের হোক, এসব থেকে এতসহজে বেরোতে পারে না। এমনকি, আমি তো রিহার্সালের সময় ওকে হাসতে দেখলাম। সমানে আমার সঙ্গে সহজভাবে কথা বলে গেল।
উল্লেখ্য, ইন্ডাস্ট্রির অন্দরে খবর অরিন্দম শীলের বিরুদ্ধে প্রথমে অভিযোগ এটি নয়। দেবলীনা দত্ত জানিয়েছিলেন, তাঁর তুতো দাদার তরফে এমন কিছু বহুবার শুনেছেন, ফলে এখন তাঁর রাগ হয় না, দুঃখ হয়। অন্যদিকে, স্বস্তিকা মুখোপাধ্যায় অরিন্দম শীল বিপাকে পড়তেই স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ২০ বছর পর হলেও হল তো।