ডিরেক্টর এসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে নেওয়া হলো বিরাট সিদ্ধান্ত। পরিচালক অরিন্দম শীলকে, ডিরেক্টর এসোসিয়েশনের সদস্যপদ থেকে স্থগিত করা হয়েছে। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল, নায়িকাদের তরফে এক পরিচালকের নামে অভিযোগ উঠেছে।
আর আজ সেই সত্যিই সকলের সামনে। অভিযুক্ত অরিন্দম শীল। DAEI এ তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যতদিন না পর্যন্ত অরিন্দম শীলের বিরুদ্ধে করা অভিযোগ ভুল প্রমাণিত না হচ্ছে, বা এর নিষ্পত্তি না হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি সদস্যপদ থেকে বঞ্চিত। স্বস্তিকা মুখোপাধ্যায় শেয়ার করেছেন সেই ছবি। যেখানে একটি চিঠির ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। অরিন্দম শীলের লেখা সেই চিঠি। তিনি ক্ষমা চেয়েছেন। পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের উদ্দেশ্যে, লেখা সেই চিঠিতে অরিন্দম আন্তরিকভাবে দুঃখিত একথাই জানিয়েছেন।
আর স্বস্তিকার যেন আনন্দ ধরছেনা। অভিনেত্রী লিখছেন, "পাপের ঘোড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারবো না। ভগবান তুমি এইটুকু কথা রেখেছো। এটাই অনেক।" আরজি করের জুনিয়র ডাক্তারের মৃত্যুর পর থেকে, মেয়েরা সারা দেশ জুড়ে আন্দোলন করতে ব্যস্ত। শুধু তাই নয়, দক্ষিণ ইন্ডাস্ট্রিতেও পরিচালক এবং অভিনেতাদের বিরুদ্ধে উঠছে হেনস্তার অভিযোগ। সেই একই রেশ বাংলার বুকেও।
এই বাংলায় শ্রীলেখা মিত্র থেকে ঋতাভরী চক্রবর্তী অনেকে আওয়াজ তুলেছিলেন ইন্ডাস্ট্রিতে নারী যৌন হেনস্থার প্রতি। আর আজ যেন, অনেক না বলা যন্ত্রণার বিচার হল। স্বস্তিকা লিখছেন, "২০ বছর সময় লাগল, সে লাগুক। আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। সবাই বেড়িয়ে এসো। হাত ধরে একসঙ্গে সোচ্চার হই। এটা আমাদের BASIC RIGHT।"
ক্ষমা চাইলেন পরিচালক?
স্বস্তিকার পোস্টে দেখা যাচ্ছে অরিন্দম শীলের ক্ষমা প্রার্থনার চিঠিও। তিনি লিখেছেন, "মহিলা কমিশনের কাছে শিল্পীদের আমার সম্পর্কে করা অভিযোগ সম্পর্কে আমি অন্তর থেকে দুঃখিত। আমি আমার ভুল স্বীকার করে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যেকোনো মানসিক বা শারীরিক ট্রমার জন্য আমি অন্তর থেকে দুঃখিত।"