/indian-express-bangla/media/media_files/2025/11/03/aedwewe-2025-11-03-13-14-51.jpg)
Raj Chakrabarty: ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে ভারতের মহিলা ক্রিকেট দল। ফাইনালের মহারণে প্রথমবার তাঁরা কোনও আইসিসি খেতাব জয়ের সাক্ষী হল। শেফালি ভার্মার দুর্দান্ত কামব্যাক থেকে অফ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিফ হরমন প্রীত কৌরের শেফালির হাতে বল তুলে দেওয়ার সিদ্ধান্ত, বিশ্বকাপে টিম ইন্ডিয়ার শাপমোচনের পরই অনেকের মনে প্রশ্ন জেগেছে এবার তাহলে বড় পর্দায় নারীশক্তিকে তুলে ধরার কথা ভাবতে পারেন পরিচালকরা। বাংলায় স্পোটর্স ড্রামা তৈরি হলেও কখনও মহিলা খেলোয়ারকে নিয়ে ছবি হয়নি।
/indian-express-bangla/media/post_attachments/ae14f2b7-1ad.jpg)
বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী সাম্প্রতিক অতীতে 'চ্যাম্প', 'লে ছক্কা'-র মতো সিনেমা বানিয়েছেন। যেগুলো বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। মহিলা ক্রিকেট বিশ্বকাপের এই ঐতিহাসিক জয়ের পর হরমন প্রীত কৌর বা শেফালি ভার্মা কিংবা স্মৃতি মন্ধানাকে নিয়ে বায়োপিক তৈরির ভাবনা এসেছে রাজের মনে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এই প্রশ্নের উত্তরে রাজের সোজাসাপটা জবাব, 'না, এখনও আমি কিছু ভাবিনি। আসলে এভাবে তো চটজলদি কিছু ভাবা যায় না। একজন পরিচালক যখন কোনও ছবি নিয়ে কাজ করেন বা ভাবেন সেটা একটা পরিস্থিতির উপর নির্ভর করে।'
আরও পড়ুন 'সারপ্রাইজ দিতে গেলেও ওঁর সাহায্য লাগে', শুভশ্রীর জন্মদিনে কী প্ল্যান রাজের?
তবে রাজ একটা বিষয় স্পষ্ট করেছেন, 'মহিলা ক্রিকেট বিশ্বকাপের এই নজিরবিহীন সাফল্যের উপর অবশ্য ছবি তৈরি হওয়া উচিত। একটা দুর্দান্ত সিনেমা তৈরি হওয়াটাই কাম্য। আমি যদি না পারি, ইন্ডাস্ট্রিতে কেউ না কেউ ঠিক বানাবেন সেই ভরসা আমার আছে। সত্যিই, এই জয়ের পর একটা ভাল সিনেমা তৈরি দাবি রাখে। ভারতীয়রা খেলা ভীষণ ভালবাসে, কোনও পরিচালক যদি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় বা কাউকে নিয়ে বায়োপিক তৈরি করেন তাহলে সেটা প্রত্যেকে দেখবে বলে আমি আশাবাদী। এটার সঙ্গে একটা আবেগ জড়িয়ে রয়েছে।'
আরও পড়ুন 'পুষ্পা ২'-র দাপটে হল পাচ্ছে না বাংলা ছবি! 'সন্তান' মুক্তির আগে কী বলছেন রাজ চক্রবর্তী?
২ নভেম্বর মহিলা ক্রিকেট বিশ্বকাপের এই জয়ে অভিভূত রাজ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে উচ্ছ্বাসের সঙ্গে বলেন, 'আমি কাল খেলা দেখেছি। টানটান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ। অনেকদিন পর এত ভাল একটা ম্যাচ দেখলাম। এখনও আমার হ্যাংওভার কাটেনি। তাই আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কবে মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের নেপথ্যে বাংলায় একটা দুর্দান্ত স্পোটর্স ড্রামা তৈরি হবে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us