/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/prabhat.jpg)
Prabhat Roy: কেমন আছেন প্রভাত রায়?
Prabhat Roy Hospitalised: বাংলা ছবির জন্য তিনি অনেককিছু করেছেন। এক সময় বাংলায় কমার্শিয়াল ছবি বানাতেন যারা, তাদের মধ্যে ছিলেন প্রভাত রায়। একের পর এক তারকা কে সিলভার জুবিলী গোল্ডেন জুবিলী হিট দিয়েছেন তিনি। বেশ কিছু বছর ধরেই তিনি অসুস্থ। ডায়ালিসিস চলছিল। কিন্তু সম্প্রতি তাকে আবার দক্ষিণ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোনা যাচ্ছে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন পরিচালক। কিছুদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। তার মেয়ে একতা ভট্টাচার্য তার খেয়াল রাখতে সবসময় তৎপর। বাংলার এই পরিচালকের শারীরিক অবস্থার ফের অবনতি হওয়ায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষীয়ান এই পরিচালকের শারীরিক অবস্থা এখনো ঠিক নয়, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে বুধবার রাতে তার জটিল অস্ত্রোপচার হয়। যদিও আগের থেকে কিছুটা ভাল আছেন। তবে বিপদ এখনো সম্পূর্ণ কাটেনি বলেই দাবি চিকিৎসকদের।
Tv Actor tragic Death: ত্রিকোণ প্রেমের জেরেই বিভৎস মৃত্যু! মাত্র ২৬ এই…
বাংলা কমার্শিয়াল ছবির অন্যতম কান্ডারী এই পরিচালক। কিছুদিন আগেই তাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিকদের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছিল। প্রসেনজিৎ যে তার কাছের একথা তিনি বারবার জানিয়েছেন। কিন্তু হঠাৎ করে আবার কেন তার শরীর খারাপ হল? তার মেয়ে একতা সংবাদমাধ্যমে সেই প্রসঙ্গে জানিয়েছেন...বাবার দায়িত্ব নিতে একটুও ভুল হয় না। সব সময় চোখে চোখেই রাখেন তিনি। এবারের শরীর খারাপ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে জানান...
দুদিনের জন্য হায়দ্রাবাদ যেতে হয়েছিল। রাতে ভিডিও কল করে প্রভাত বাবুর শারীরিক পরিস্থিতি জানতে চাইতেই দেখেছিলেন, চোখের নিচটা ফোলা। পরিস্থিতি ঠিক বলে মনে হয়নি। এরপরেই তিনি প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করে বাবাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। বুধবার রাতে অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের দাবি পামক্যাথে সংক্রমণ হয়েছে। বিপদ না কাটলেও চিকিৎসকরা তাঁকে কড়া নজরে রেখেছেন।