একদিকে যখন রিলিজ করেছে দু দুটো বাংলা ছবি। ঠিক তখন প্রায় একমাস আগে রিলিজ করা বাংলা ছবি নিয়ে জয়জয়কার! শিবু নন্দিতার ছবি লং ফিল্ডে খেলবে না এ নিশ্চই হয় না।
দাবাড়ু গল্প বলেছিল সূর্যশেখর গাঙ্গুলির। এক মায়ের অদম্য জেদ এবং এক গ্র্যান্ড মাস্টারের উত্থান নিশ্চিত করতেই এই ছবি বানানো হয়েছিল। বেশ ভাল সাফল্য পেয়েছিল এই ছবি। দর্শক মহলে শোনা যাচ্ছিল, যে পরিচালক বেশ ভালই গল্প বলেছেন। কিন্তু, এতদিন পরেও অব্যাহত দাবাড়ুর সাফল্যের গাঁথা।
ছবি হিসেবে তো দর্শকের মন জয় করে নিয়েছিল এই ছবি। এবার আন্তর্জাতিক স্তরেও বিরাট সাফল্য পেল দাবাড়ু। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পর প্রসিদ্ধ লস এঞ্জেলেস বাংলা চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হল এই ছবিটি। বাংলা ছবির ময়দানে এ এক অনবদ্য সাফল্য। ছবিটির এই সাফল্য প্রসঙ্গে মতামত রেখেছেন পরিচালক। তিনি বলছেন....
" দাবাড়ু' তৈরি করা একটি অত্যন্ত পরিপূর্ণ যাত্রা ছিল। আমরা এমন একটি গল্প বলতে চেয়েছিলাম যা শুধুমাত্র দাবা নয়, জীবন, দৃঢ়তা এবং সমর্থন ব্যবস্থার শক্তি সম্পর্কেও। সূর্যের গল্পটি যেকোনো ব্যক্তির জন্য অনুপ্রেরণা, যে আপাতদৃষ্টিতে অপ্রতিরোধ্য বাধার সামনে স্বপ্ন দেখতে সাহস করে। লস এঞ্জেলেস বাংলা চলচ্চিত্র উৎসবে নির্বাচনের আগে, 'ডাবারু' অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রদর্শিত হয়েছিল, যেখানে এটি অভূতপূর্ব সাড়া পেয়েছে। আমি আনন্দিত যে 'ডাবারু' এখন এলএ-তে উৎসবে নির্বাচিত হয়েছে, এবং আমি আশা করি এটি বিশ্বজুড়ে দর্শকদের অনুপ্রাণিত করে চলবে।”
উল্লেখ্য, এই ছবিতেই দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাঁর পাশাপশি চিরঞ্জিত চক্রবর্তী থেকে শঙ্কর চক্রবর্তী অনেকেই অভিনয় করেছেন।