/indian-express-bangla/media/media_files/2025/08/22/dev2-2025-08-22-15-56-06.jpg)
যা জানা গেল...
'বাংলা ছবির পাশে দাঁড়ান' - এই একটাই কথা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির বুকে। বাংলায় বাংলা ছবির কদর নেই। হিন্দি ছবির বাড়বাড়ন্ত যে বাংলা ছবিকে কোণঠাসা করে দিচ্ছে, সেকথা অনেকের জানা। বিশেষ করে, শেষ কিছুদিন আগে ওয়ার ২ রিলিজ করল যে সময়, পরিবেশকরা দাবি করেছিলেন, তাঁরা কোনভাবেই অন্য কোনও সিনেমার সঙ্গে প্রাইম টাইমে শো শেয়ার করবেন না। এবং সিঙ্গেল স্ক্রিনে চারটি প্রাইম টাইম শো তাঁদের দিতে হবে।
তারপর থেকেই শুরু হয় গণ্ডগোল। দেবের ধুমকেতু রিলিজ করার মুখে তখন। এবং বাংলা ছবি যেন, সঠিক সময়ে শো পায়, সেই নিয়ে তখন মিটিং হয়। দেব জানিয়েছিলেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বাংলা ছবি সমান সমান শো পাবে হিন্দি ছবির মত। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরের প্রতিটি দিন (৩৬৫ দিন) অন্তত একটি বাংলা সিনেমা প্রাইম টাইমে প্রদর্শন করা বাধ্যতামূলক। প্রাইম টাইম বলতে বিকেল ৩টা থেকে রাত ৯টার মধ্যে অনুষ্ঠিত শোগুলিকে বোঝানো হয়েছে।
তবে, গতকাল যে মিটিং হয়েছে, তাতে কী সিদ্ধান্ত হয়েছে? আগামীতে পুজোয় চারটে সিনেমা রিলিজ আছে। রঘু ডাকাত- রক্তবীজ ২, দেবী চৌধুরানী- যত কাণ্ড কলকাতাতে, এই চার ছবি নিয়ে এবার সিনে লড়াই। তবে, এই বাংলা ছবির প্রত্যেকটাই যেন প্রাইম টাইমে শো পায়- সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে গতকাল। গতবছর পুজোয় চারটি ছবির মধ্যে সবথেকে ভাল ফল করে, বহুরূপী। আর এবার রক্তবীজ ২ বনাম রঘু ডাকাত নিয়ে আলোচনা তুঙ্গে। এবং গতকাল জানিয়ে দেওয়া হয়েছে, চারটি ছবি-ই যেন সমান মর্যাদা পায়। এই প্রসঙ্গে, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে পিয়া সেনগুপ্তকে জিজ্ঞেস করা হলে তিনি কী বললেন?
তাঁর কথায়, "পুজোয় চারটে ছবি আসবে। এবং পরিবেশকদের ডিম্যান্ড অনুজায়ী যে যেমন পারবে তেমন ছবি নেবে। ক্রিসমাস এবং সামনের বছরের স্লট আমরা পরে ফিলিং করব। চারটি ছবি শুধু প্রাইম নয়, যেকোনও বাংলা ছবিকে প্রাইম টাইম দিতে হবে। এবার, সিঙ্গেল স্ক্রিনে যদি একটা ছবি প্রাইম টাইম পায়, সেখানে তো অন্যটা পাবে না। মাল্টিপ্লেক্স হলে সম্ভব সেটা। এক্ষেত্রে সিনেমাহলের সঙ্গে আলোচনা আছে।"