Advertisment

কলকাতা চলচ্চিত্র উৎসব; কী কী বাংলা ছবি দেখবেন

বিদেশি ছবির পাশাপাশি বাংলা ছবির স্ক্রিনিং-এর ওপর কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বেশ কিছু বছর ধরেই। এ বছর বাংলা ছবির রমরমা যেন আরও কিছুটা বেশি। 'শতবর্ষে বাংলা চলচ্চিত্র' নামের আলাদা বিভাগও রয়েছে উৎসবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাত পোহালেই উৎসব। না না, পুজো পরব তো সবে শেষ হল। তার রেশ কাটতে না কাটতেই হেমন্তের শহরে আরেক পার্বণ। ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্রবোদ্ধা এবং চলচ্চিত্রমোদীদের কাছে এ কোনো উৎসবের চেয়ে কম নয়।

Advertisment

বিদেশি ছবির পাশাপাশি বাংলা ছবির স্ক্রিনিং-এর ওপর কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বেশ কিছু বছর ধরেই। এ বছর বাংলা ছবির রমরমা যেন আরও কিছুটা বেশি। 'শতবর্ষে বাংলা চলচ্চিত্র' নামের আলাদা বিভাগও রয়েছে উৎসবে। ১১ থেকে ১৮ নভেম্বর প্রতিদিন বিকেল চারটে এবং ছটার সময় চলচ্চিত্র শতবর্ষ ভবনে এই বিভাগের ছবি প্রদর্শিত হবে।

একবার চোখ বুলিয়ে নেওয়া যাক ছবির তালিকার ওপর

১১ নভেম্বর, রবিবার

বিকেল ৪.০০ - মুক্তি (১৯৩৭), পরিচালনা - প্রমথেশ বড়ুয়া

সন্ধে ৬.০০ - সপ্তপদী (১৯৬১), পরিচালনা - অজয় কর

১২ নভেম্বর, সোমবার

বিকেল ৪.০০ - আলিবাবা (১৯৩৭), পরিচালনা - মধু বসু

সন্ধে ৬.০০ - উত্তর ফাল্গুনী (১৯৬৩), পরিচালনা - অসিত সেন

১৩ নভেম্বর, মঙ্গলবার

বিকেল ৪.০০ - উদয়ের পথে (১৯৪৪), পরিচালনা - বিমল রায়

সন্ধে ৬.০০ - স্ত্রীর পত্র  (১৯৭২), পরিচালনা - পূর্ণেন্দু পত্রী

১৪ নভেম্বর, বুধবার

বিকেল ৪.০০ - কাবুলিওয়ালা (১৯৫৭), পরিচালনা - তপন সিনহা

সন্ধে ৬.০০ - চোখ (১৯৮২), পরিচালনা - উৎপলেন্দু চক্রবর্তী

১৫ নভেম্বর, বৃহস্পতিবার

বিকেল ৪.০০ - গঙ্গা (১৯৬০), পরিচালনা - রাজেন তরফদার

সন্ধে ৬.০০ - কোনি (১৯৮৬), পরিচালনা - সরোজ দে

১৬ নভেম্বর, শুক্রবার

বিকেল ৪.০০ - গণদেবতা (১৯৭৮), পরিচালনা - তরুণ মজুমদার

সন্ধে ৬.০০ - পদ্মা নদীর মাঝি (১৯৯৩), পরিচালনা - গৌতম ঘোষ

১৭ নভেম্বর, শনিবার

বিকেল ৪.০০ - উনিশে এপ্রিল (১৯৯৬), পরিচালনা - ঋতুপর্ণ ঘোষ

এছাড়াও 'বেঙ্গলি প্যানোরামা' বিভাগে থাকছে ২০১৭-১৮ সালে মুক্তি পাওয়া কিছু বাংলা ছবি

১২ নভেম্বর, সোমবার

বিকেল ৫.১৫, নন্দন ২- ওয়াচমেকার (২০১৭), পরিচালনা - অনিন্দ্য ব্যানার্জি

সন্ধে ৭.৩০, রবীন্দ্র সদন - ইয়ে (২০১৮), পরিচালনা - দেবেশ চ্যাটার্জি

১৩ নভেম্বর, মঙ্গলবার

বিকেল ৫.৩০, আইনক্স সিটি সেন্টার ১ - অন্দরকাহিনী (২০১৭), পরিচালনা - অর্ণব কুমার মিদ্দ্যা

সন্ধে ৭.৩০, রবীন্দ্র সদন - বিসর্গ (২০১৭), পরিচালনা - অরুণাভ খাসনবিশ

১৬ নভেম্বর, শুক্রবার

দুপুর ৩.১৫, নন্দন ২ - অসুখওয়ালা (২০১৭), পরিচালনা - পলাশ দে

*তথ্যসূত্র -কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিজস্ব ওয়েবসাইট

bengali films
Advertisment