kolkata actress payel mukherjee faced hooliganism: যেখানে সারা রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে কলকাতার রাস্তায় ভরা সন্ধেয় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। আটক করা হয়েছে অভিযুক্তকে। FIR দায়ের করা হয়েছে।
kolkata actress payel mukherjee faced hooliganism: যেখানে সারা রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে কলকাতার রাস্তায় ভরা সন্ধেয় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। আটক করা হয়েছে অভিযুক্তকে। FIR দায়ের করা হয়েছে।
Actress faced Hooliganism - কলকাতার রাস্তায় ফের নারী হেনস্থা
নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল আবারও। শহর কলকাতায় আবারও হেনস্থার শিকার এক অভিনেত্রী। জনপ্রিয় পায়েল মুখোপাধ্যায় শহরের রাস্তায় যে এভাবে হেনস্থার শিকার হবেন, তিনি ভাবতেও পারেন নি। তাঁর গাড়িতে হামলা পর্যন্ত হল।
Advertisment
অভিনেত্রী সমাজ মাধ্যমে এসে জানালেন সেকথা। ফেসবুকে লাইভে এসেই ভারাক্রান্ত অভিনেত্রী। শহরের রাস্তায় তাঁর সঙ্গে যে এমন ঘটনা ঘটে যাবে, তিনি ভাবতেও পারেননি। তিনি সহজ সোজা ভাষায় এসে বললেন, আমি লাইভে আসি না। কিন্তু, সোজাসুজি তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হল। অভিযোগ উঠেছে এক বাইক আরোহীর বিরুদ্ধে।
অভিনেত্রী দেখালেন, কলকাতার সাউদারন এভিনিউতে ঘটেছে এই ঘটনা। যেখানে, সারা শহর, সারা দেশ প্রতিবাদে নেমেছে, সেখানে কলকাতায় একিট মেয়ের নিরাপত্তা পর্যন্ত নেই? এমনটাই দাবি করলেন তিনি। তাঁকে বলতে শোনা গেল, পুলিশ এসেছে। কার্লপ্রিটকে ধরেছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম।
Advertisment
পুরো ঘটনা বর্ণনা করে অভিনেত্রী বললেন, আমার গাড়ির সঙ্গে ওর বাইকের একটু ছোঁয়া লেগেছে। উনি এসে, আমার গাড়ির যলনাায় নক করল। আমি কাঁচ নামালাম। তারপর বলল, দরজা খুলুন। আমি খুলিনি। কারণ, আমি একজন মহিলা, আমার সুরক্ষার ব্যাপার আছে। আমায় ও শ্লীলতাহানী করতে পারত। তারপর, ও কি অনায়াসে ঘুষি মেরে কাঁচটা ভেঙে দিল।
অভিনেত্রী এও জানান, তিনি গাড়ি ছেড়ে উঠতে পারছেন না। কারণ, চারিদিকে কাঁচে কাঁচ হয়ে রয়েছে। তাঁর বেরবার কোনও পথ নেই। আর পুলিশ এসেই তাঁকে উদ্ধার করবেন। শেষে, স্পষ্ট এও জানালেন, কলকাতা শহরে এটাই মেয়েদের সিকিওরিটি।