Advertisment
Presenting Partner
Desktop GIF

রসগোল্লা দিবসেই ট্রেলার উপহার দিল টিম রসগোল্লা

বাঙালির বিজনেস স্টার্টআপ থেকে শুরু করে কিশোর প্রেম, এবং সাংসারিক জীবনের টুকরো ছবি, সব মিলেমিশে একাকার হয়েছে এই ছবিতে, যার নাম রসগোল্লা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ট্রেলার লঞ্চের দিন ছবির নায়ক নায়িকা।

সার্দান অ্যাভিনিউতে ঘটনাস্থলে ক্ষীরোদমণি দেবী আগেই পৌঁছে গিয়েছিলেন, সময় পেয়ে তাই ফোটো শুটে ব্যস্ত ছিলেন তিনি, হেনকালে ধুতি আর পাঞ্জাবি পরে শ্রীমান নবীনচন্দ্র দাস ঢুকলেন খানিকক্ষণ পর। অবাক হলেন নিশ্চয়, ভাবছেন রসগোল্লার আবিষ্কর্তা এবং তাঁর ঘরণী সার্দান অ্যাভিনিউতে কীভাবে এলেন? তাহলে একটু খোলসা করেই বলা যাক। রিয়েল লাইফের নন, ওঁরা রিল লাইফের নবীন আর ক্ষীরোদমণি, অর্থাৎ উজান-অবন্তিকা। এদিন মুক্তি পেল তাঁদের অভিনীত প্রথম ছবি 'রসগোল্লা'-র ট্রেলার। মিনিট দুইয়ের এই ট্রেলারের টুকরো ছবি দর্শকদের রসনা যে আরও বাড়িয়ে দিয়েছে সেকথা বলার অপেক্ষা রাখে না। বাঙালির বিজনেস স্টার্টআপ থেকে শুরু করে কিশোর প্রেম আর সাংসারিক জীবনের টুকরো ছবি মিলেমিশে একাকার হয়েছে এই ছবিতে।

Advertisment

দেখুন ছবির ট্রেলার

আরও পড়ুন: প্রচার শুরু পাভেলের ছবি রসগোল্লার, টক্করে যে শাহরুখের জিরো

একে রসগোল্লা দিবস, দুই মা-এর জন্মদিন, তার ওপর আবার প্রথম ছবির ট্রেলার মুক্তি। সব মিলিয়ে উজানের জন্য দিনটা ছিল একটু বেশিই স্পেশাল। ট্রেলার লঞ্চের পাশাপাশি মা-এর বার্থডে সেলিব্রেশনটাও সারলেন ছেলে। এরপর হাসিমুখেই জানালেন, প্রথম ছবিতে কাজ করার অভিজ্ঞতা। একদিকে পড়ার চাপ এবং অন্যদিকে এমন ভারী চরিত্রে অভিনয়ের চাপ, দুদিক ব্যালেন্স করেছেন কীভাবে, শোনালেন সেই গল্পও। বললেন, "মিষ্টি একেবারেই পছন্দ করি না, সেখান থেকে মিষ্টি বানানোটাও শিখতে হয়েছে। পাশাপাশি গাছে ওঠা, খোল বানানোর মতো একাধিক কাজ শিখতে হয়েছে ছবির চাহিদায়, কাজেই গোটা বিষয়টা অন্যরকম ভাললাগার ছিল, প্রথম ছবি নিয়ে ভীষণ উত্তেজিত আমি।"

অন্যদিকে দারুণ খুশি নায়িকা অবন্তিকাও।অডিশনের দিন থেকে এই অবধি জার্নিটা নেহাত কম ছিল না ওঁর পক্ষে, বললেন সেকথা। সবে ক্লাস ইলেভেন, তবু এমন ভারি একটা চরিত্র করতে ভয় লাগল কিনা প্রশ্ন করায় জানালেন, "ক্ষীরোদমণি দেবীর সঙ্গে নিজের চরিত্রের মিল পেয়েছি অনেক, কাজেই নার্ভাস মনে হয়নি নিজেকে।"

তরুণ পরিচালক পাভেল জানালেন তাঁর কাজের খুঁটিনাটি। তাঁর কথায়, "আড়াই বছর ধরে আমার স্বপ্নকে একটু একটু করে তুলে ধরেছি। এমন একটা বিষয় নিয়ে কাজ করতে চেয়েছিলাম যা বাঙালির ভীষণ কাছের, আর সেই তাগিদ থেকেই ছবিটা বানানো, আশা করছি দর্শকের ভাল লাগবে।" প্রসঙ্গত, এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরাও। পাশাপাশি পরিচালক বা অভিনেত্রী নন, বাবা-মা হিসেবেই ছেলের প্রথম ছবির ট্রেলার লঞ্চে হাজির ছিলেন চূর্ণী গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলিও।

সব মিলিয়ে রসেবসে বাঙালির জন্য যে এক মিষ্টি অভিজ্ঞতা অপেক্ষা করছে একথা বলার অপেক্ষা রাখে না। পাভেলের পরিচালনায়, শিবপ্রসাদ নন্দিতার প্রযোজনায় ইন্ডোজ মুভির ব্যানারে চলতি বছর ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি। আজ থেকে ঠিক এক বছর আগে রসগোল্লার জিআই ট্যাগ আদায় করে বাঙালির কলিঙ্গ জয় হয়েছিল এই দিন। পেটুক বাঙালির সমস্ত ডায়েটকে গোল্লায় পাঠাতে যার জুড়ি মেলা ভার, সেই রসগোল্লা দিবসেই প্রকাশ্যে এল ছবির ট্রেলার। তবে পাভেল-উজান-অবন্তিকার এই ত্র্যহস্পর্শ বাঙালির রসনা তৃপ্তি করতে পারবে কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর অবধি।

Bengali Cinema
Advertisment