কিছুদিন ধরেই বাংলা ভাষা এবং বাংলা সিনেমা নিয়ে নানা আলোচনা। এবং, খেয়াল করলে দেখা যাবে, দুদিন ধরে বাংলা ছবি এবং যশ রাজের বড় বাজেটের ছবির হল পাওয়া নিয়েও শুরু হয়েছে গন্ডগোল। যশ রাজ ফিল্মসের তরফে জানানো হয়েছে, ওয়ার ২ যে রিলিজ করবে তাতে সিঙ্গেল স্ক্রিনে চারটে শো লাগবে। নাহলে, অন্য কোনও বাংলা ছবির সঙ্গে, তাঁরা শো ভাগ করে নেবে না। এই নিয়েই শুরু হয়েছে মিটিং মিছিল। এবং, যে সময় ওয়ার ২ রিলিজ, সেইসময়...
খেয়াল করলে দেখা যাবে, দেবের ধূমকেতু রিলিজ করছে সেসময়। এই ছবি নিয়ে দারুণ উন্মাদনা রয়েছে। এই ছবি রিলিজ করলে যে অনেকেই দেখতে যাবে, একথাও বলা সম্ভব। কিন্তু, ঠিকঠাক শো না পেলে বেজায় মুশকিল। এর আগেও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বাংলা ছবিকে সরিয়ে বিগ বাজেট হিন্দি ছবিকে জায়গা দেওয়া হয়েছে। এবং, তাঁর থেকেও বড় কথা, বাংলা ছবিকে নিজের রাজ্যে পাত্তা দেওয়া হয় না। সেই নিয়েই এবার মিটিংয়ে বসেছিলেন, বাংলা ছবির অনেকেই। দেব থেকে ঋতুপর্ণা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় গতকাল অরুপ বিশ্বাসের সঙ্গে এই নিয়েই মিটিং করেন। আদৌ আশার বাণী পেলেন কিনা তাঁরা?
Kaps Cafe-Kapil Sharma: 'শোনেনি, তাই ব্যবস্থা নিতে হলো', কপিল শর্মার ক্যাফেতে ফের গ্যাংস্টার স্টাইলে হামলা
জানা গিয়েছিল, তাঁরা নাকি চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। গতকাল মিটিংয়ের পর দেব জানালেন সিদ্ধান্ত প্রসঙ্গেই। অভিনেতাকে বলতে শোনা গেল, আমাদের সমস্যা যেটা ছিল, যে ওরা বলছে বাংলায় বাংলা ছবি চালাতে দেবে না। বাংলায় বাংলা ছবি চলবে না, এটা খুবই দুঃখজনক। এর থেকে বড় হতাশার কিছু ছিল না। মাঝে মাঝেই এরকম একটা নিয়ম আসতে থাকত। তবে, আর মনে হয় এই নিয়ে সমস্যা থাকবে না। একটা ট্রুথফুল বিষয় নিয়ে মিটিং হয়েছে। এবং জানানো হয়েছে, প্রতিটা বাংলা ছবিকে প্রাইম টাইম দিতে হবে। হলকে বাংলা ছবি চালাতে হবে।
গতকাল দেব ছাড়াও বাকিরা, উপস্থিত ছিলেন। তারকারা এই বিষয়ে নানা মন্তব্য করেছেন। এবং, আসন্ন বেশ কয়েকটি বড় রিলিজ আছে। পুজোর ক্ষেত্রেও বড় রিলিজ আছে অনেকগুলো। কোনও ছবিতেই যেন সমস্যা না হয়, সেক্ষেত্রে মিটিং করা হয়েছে।