New Bengali Web Series - নতুন ভাবে আসছে নানা সিরিজ...
পয়লা বৈশাখ মানেই নতুন শুরু। বাঙালির খাওয়াদাওয়া, নতুন জামাকাপড়ের পাশাপাশি বিনোদনেও কিন্তু নতুনত্ব কিছু রাখতেই হবে। নতুন বছরে হইচই নিয়ে এসেছে এমন নতুন কিছু কনটেন্ট যা চমকে দেওয়ার মতো।
Advertisment
কোনও সিরিজের সিক্যুয়াল, আবার কোনও সিরিজের নতুন করে প্রত্যাবর্তন! হইচই যে দর্শকদের মাতিয়ে রাখবে সেটা সম্ভাব্য। থাকছে বেশ কিছু নতুন মুখের আনাগোনা। নতুন কিছু জুটি দেখা যেতে চলেছে। স্বস্তিকা থেকে শাশ্বত কে নেই? তারসঙ্গে নতুন জুটিদের মধ্যে দেখা যেতে চলেছে নীল এবং শোলাঙ্কিকে।
সিক্যুয়াল হিসেবে আসছে কোন সিরিজ গুলো?
Advertisment
বহু প্রতীক্ষার পর দ্বিতীয় সিজন আসছে অনেকগুলি সিরিজের। 'নিখোঁজ ২', টোটা রায়চৌধুরী এবং স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই সিরিজ আসছে শীঘ্রই। দিতিপ্রিয়া রায় অভিনীত রাজনীতির দ্বিতীয় ভাগ 'আবার রাজনীতি' আসছে। এছাড়াও আসছে 'গভীর জলের মাছ ২'। সন্দীপ্তা সেন অভিনীত 'নষ্টনীড় ২' রয়েছে এই তালিকায়।
ক্লাসিক হিসেবে আসছে 'পরিণীতা'। সেখানে জুটি বাঁধবেন গৌরব চক্রবর্তী এবং দেবচন্দ্রিমা। এছাড়াও আসছে জয়া আহসানের 'জিম্মি'। স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যেতে চলেছে, 'বিজয়া' সিরিজে। শোলাঙ্কি এবং নীল ভট্টাচার্য থাকছেন, 'বোকাবাক্সতে বন্দী' ধারাবাহিকে। ভিন্ন হতে চলেছে এই গল্প, এটুকু পরিষ্কার।
এছাড়াও ঝলক রয়েছে আরও। 'গোলাম মামুন' আসছে হইচইতে। বাংলাদেশের সুপারস্টার অপূর্বকে দেখা যাচ্ছে সেখানে। রয়েছে আরও চমক। পরিমনি থেকে মেহজাবিন, ঋত্বিক চক্রবর্তীর নতুন সিরিজ, সব মিলিয়ে এইবার হইচই অন্যরকম।
এদিকে, বেশ কিছু সিরিজের ঘোষণা না হতেই রেগে আগুন ভক্তরা। 'ইন্দু ২', 'মন্টু পাইলট ৩', 'শ্রীকান্ত ২' কবে আসবে, এই নিয়েই তাদের বেশিরভাগ প্রশ্ন।