Bengali Movie Release in April: নববর্ষে নতুন বাংলা ছবি, সিনেমাহলে ঢুঁ মারতেই হবে..

Bengali Movies release: এই তুখোড় গরমে একটু দারুণ ছবি না দেখলে হয়? নিশ্চই না। আর এবছর নববর্ষের ধারেকাছে যে কয়েকটি ছবি আসছে, সেগুলি প্রত্যেকটাই ভিন্ন ধরনের

Bengali Movies release: এই তুখোড় গরমে একটু দারুণ ছবি না দেখলে হয়? নিশ্চই না। আর এবছর নববর্ষের ধারেকাছে যে কয়েকটি ছবি আসছে, সেগুলি প্রত্যেকটাই ভিন্ন ধরনের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 Bengali New year, Naboborsha, Bengali movies, BookMyShow, kilbil society, puratwan, বাংলা ছবি, নতুন বাংলা ছবি, নববর্ষের শুভেচ্ছা, নববর্ষ, নতুন বছরে বাংলা ছবি

Bengali Movies: কোন কোন বাংলা ছবি রিলিজ করছে? Photograph: (Instagram)

এপ্রিল মানেই বাঙালিদের কাছে নববর্ষ। ইংরেজি নতুন বছর যদিও বা তিন মাস আগেই শুরু হয়। কিন্তু বাঙালির কাছে নববর্ষ মানেই মিষ্টি - নতুন জামা সঙ্গে কোলাকুলি এবং বড়দের পা ছুঁয়ে প্রণাম। কিন্তু, নতুন বছরে যদি সঙ্গে ভাল কয়েকটি ছবি থাকে, তাহলে কিন্তু মন্দ হয় না। নববর্ষ, একরাশ খুশি নিয়ে আসে। আর এবার সঙ্গেই অনেকগুলি বাংলা ছবিও আসছে।

Advertisment

এই তুখোড় গরমে একটু দারুণ ছবি না দেখলে হয়? নিশ্চই না। আর এবছর নববর্ষের ধারেকাছে যে কয়েকটি ছবি আসছে, সেগুলি প্রত্যেকটাই ভিন্ন ধরনের। কোনটা সম্পর্কের গল্প, আবার কোনোটা একেবারেই ভিন্ন ধরনের গল্প। সিনেমাহলে না ঢুকে থাকাই যাবে না। নববর্ষে, পকেট গড়ের মাঠ হলেও, এই সিনেমাগুলো আপনার কাছে দারুণ উপভোগ্য হতে পারে।

কিলবিল সোসাইটি: সৃজিত মুখোপাধ্যায় বহুবছর পর হেমলক সোসাইটির পরবর্তী ভাগ নিয়ে আসছেন। যদিও, এই ছবিতে কোয়েল মল্লিক নেই। বরং সেই জায়গায় আছেন কৌশানী মুখোপাধ্যায়। এবং, এই ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। এক তো আনন্দ কর, আবার ফিরছেন। এবং তাঁর মগজাস্ত্রের কিলবিল ব্যাপার সামগ্রী যে আরও সাংঘাতিক সেকথা বোঝাই যাচ্ছে। সঙ্গে সৃজিত মুখোপাধ্যায় মানেই নতুন কিছু, তাই ভাল কিছু যে দর্শক দেখতে পারেন সেটা স্বাভাবিক।

Advertisment

পুরাতন: বহুদিন পর শর্মিলা ঠাকুর ফিরছেন বাংলায়। এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এবং নিদারুণ এক সম্পর্কের গল্প বলবে এই ছবি। এছাড়াও এই ছবিতে মা এবং তাঁর সন্তানের এক দারুণ গল্প দেখা যেতে চলেছে। সুতরাং, নিজের মাকে নিয়ে এই ছবি দেখা যেতেই পারে।

শ্রীমান vs শ্রীমতী: মিঠুন চক্রবর্তী থেকে অঞ্জন দত্ত, মধুমিতা সরকার এবং অঞ্জনা বসু - এই ছবিতে রয়েছে এক দারুণ স্টারকাস্ট। এবং সঙ্গে বন্ধুত্ব থেকে শুরু করে এক দারুণ গল্প বলছে এই ছবি। এই ছবিও আসতে চলেছে নিকটবর্তী প্রেক্ষাগৃহে। তাই এই ছবিও হতে পারে ভাল চয়েস

Bengali New Year bengali films Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Film Bengali News Today Bengali Film Industry