/indian-express-bangla/media/media_files/2025/06/09/wmRtExewunOkl9iqbzKL.jpg)
মায়াবি আলোয় আরও কাছাকাছি
Susmita Dey and Shaheb Bhattacherjee: সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে, বাংলা মেগার এই দুজন এখন বিনোদনের হট কেক। স্টুডিওপাড়ায় কান পাতলেই শোনা যায় তাঁদের প্রেমের গুঞ্জন। বাংলা ধারাবাহিক কথা-র শুটিং সেটই নাকি তাঁরা পরস্পরের কাছাকাছি আসেন। যার জেরে ভেঙেছে সুস্মিতার পুরনো প্রেম! সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক অনির্বাণ রায় সোশ্যাল মিডিয়ায় নাম না করে সুস্মিতাকে হুঁশিয়ারিও দিয়েছেন। রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, তিনি ইচ্ছে করলেই সুস্মিতার মুখোশ টেনে খুলে দিতে পারেন। যদিও সেই বিষয়ে পালটা কোনও প্রতিক্রিয়া দেননি ছোট পর্দার 'কথা'। অন্যদিকে পাচকমশাই আর গোরবদেবীর প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে। আর সেই গুঞ্জন উসকে দিল এই জুটির সোশ্যাল মিডিয়া পোস্ট।
টলিপাড়ায় নাকি এখন প্রেমের মরশুম। যদিও সম্পর্কের কথা বারংবার অস্বীকার করেছেন দুজনেই। নিজেদের ভাল বন্ধু বলেই জাহির করেন সাহেব-সুস্মিতা। এই মুহূর্তে সিরিয়ালের টিআরপি মোটেই খুব একটা ভাল নেই। তবে প্রেম জমে ক্ষীর! সকলের 'বোকা' বানানোর চেষ্টা করেছেন দুজনেই। কিন্তু, তাঁদের চেষ্টা বৃথা! সাহেব ও সুস্মিতা দুজনেই ইনস্টা হ্যান্ডেলে আলাদা করে ছবি পোস্ট করেছেন। কিন্তু, জায়গাটা যে একই সেটা বুঝতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি নেটপাড়ার সদস্য ও এই জুটির অনুগামীদের। একইরকমের কটেজের সামনে থেকে ছবি পোস্ট করেছেন সাহেব-সুস্মিতা। প্রসঙ্গত, টিআরপি রেটিং কমলেও গোরবদেবী আর পাচকমশাইয়ের রিয়েল লাইফ কেমেস্ট্রি নিয়ে উৎসুক ভক্তরা। শহরের বাইরে চর্চিত লাভবার্ডসের রোম্যান্টিক মুহূর্তের ইঙ্গিত মিলেছে তাঁদেরই ইনস্টা পোস্টে।
প্রসঙ্গত, টেলি অভিনেত্রী সুস্মিতা দে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেশ কয়েকটি সোলো ছবি পোস্ট করেছেন। শুটিং সেটেও সাহেব-সুস্মিতার প্রেম বেশ মাখমাখ। রিল লাইফ পার্টনারের চশমা পরে সেলফি পোস্ট করেছেন সুস্মিতা। শুটিং সেটের বেশ কিছু রঙিন মুহূর্ত দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন। শাহরুখ-দীপিকার সুপারহিট মুভি 'ওম শান্তি ওম' ছবির শেষ দৃশ্যের আদলে পাচকমশাই-গোবরদেবীর অন স্ক্রিন কেমেস্ট্রিতে বুঁদ কথা ধারাবাহিকের দর্শক। চলতি সপ্তাহে টিআরপি রেটিংয়ে 'কথা'-র উন্নতি হয় কিনা সেটাই দেখার।
আরও পড়ুন বেঞ্চের উপর টুল তার উপর নায়ক-নায়িকা! বাইকের দৃশ্যের শুটিং দেখলে তাজ্জব বনে যাবেন, দেখুন ভিডিও