গিটারের তারে আঙুলই নেই, কিন্তু বাজছে মিউজিক! ভাইরাল ভিডিওয় 'খিল্লি' যমুনা ঢাকির

দেখুন কোন প্রোমো নিয়ে হাসির রোল নেটদুনিয়ায়।

দেখুন কোন প্রোমো নিয়ে হাসির রোল নেটদুনিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Jamuna Dhaki, Bengali serial, Television star, যমুনা ঢাকি, বাংলা সিরিয়াল, bengali news today

নেটদুনিয়ায় ট্রোলড যমুনা ঢাকি

ধুম-তা-না-না-না!! সন্ধে হলেই রিমোট হাতে টিভির সামনে বসে যান বাংলা ধারাবাহিকের দর্শকরা। ধারাবাহিকের গল্পের গরু গাছে উঠলেও, সেটাই গপগপিয়ে গিলছেন। পারিবারিক কাহিনি, অর্ধভৌতিক থেকে পৌরাণিক কাহিনি, সব ধরনের কাহিনি দেখারই সুযোগ মেলে এসব ধারাবাহিকে। তবে, অতিরঞ্জিত ভাবনাই এখন মূল উপকরণ হয়ে উঠেছে এসব ধারাবাহিকের, এমনটাই মত ধারাবাহিক-বিদ্বেষীদের। যার ফলে যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের উপর। সোশ্যাল মিডিয়ায় হতে হয় ট্রোলের শিকার। সম্প্রতি, নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে 'যমুনা ঢাকি' ধারাবাহিকের একটি দৃশ্য। যা বর্তমানে নেটিজেনদের হাসির খোরাক।

Advertisment

সিরিয়ালের ভাইরাল হওয়া ওই দৃশ্যে দেখা যাচ্ছে, যমুনা ঢাকি, যিনি গল্পের মূল চরিত্র, তিনি গিটার বাজিয়ে গান গাইছেন। আর পেশাদার রেকর্ডিং স্টুডিওতে সেই গান রেকর্ড করা হচ্ছে। তবে নেটজনতার চোখ গিয়েছে যমুনার গিটার বাজানোর ভঙ্গিতে। বাঁ হাতের আঙুল আলতোভাবে গিটারে ছুঁইয়েই বেজে উঠছে সুর। আর তার সঙ্গে তাল মিলিয়ে গাইছেন যমুনা। বাইরে থেকে সেই ভিডিও ননিজের মোবাইলে রের্কড করছেন স্বামী সঙ্গীত। অন্যদিকে রেকর্ডিং স্টুডিওর লোকেরাও যমুনার কণ্ঠে মুগ্ধ। প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নায়িকাকে। ব্যস! সেই অংশটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই হাসির রোল উঠেছে।

<আরও পড়ুন: এবার বাংলা ছবিতে রীতেশ দেশমুখ, মূল চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত>

কটাক্ষ করে নেটজনতার একাংশ বলছেন, এমনটা দেখে তাঁরা নাকি গান-বাজনার চর্চাই ছেড়ে দেবেন। উল্লেখ্য, মাস দুয়েক আগেও 'যমুনা ঢাকি' সিরিয়ালেরই আরেকটি দৃশ্য নিয়ে ঠাট্টা করেছিলেন নেটজনতারা। যেখানে যমুনাকে দেখা গিয়েছিল এক অনুষ্ঠানে শুধু ঢাকে কাঠি পেটাতে। আর তার সঙ্গে সঙ্গেই বেজে উঠেছে পুরো মিউজিক, নেপথ্য কণ্ঠও। সেই দৃশ্য নিয়েই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছিলেন, "এটা কীভাবে সম্ভব?" কেউ বা আবার ঠাট্টা করে বলেছিলেন, "আমার এই বাদ্যযন্ত্রটিই চাই। কতরকম আওয়াজ। কী সুন্দর পুরো গান হয়ে যাচ্ছে।"

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Bengali Serial Bengali Television Bengali serial TRP Jamuna Dhaki