Advertisment

Bengali Serial: ধারাবাহিকের পুরোহিতের সঙ্গে অভব্য আচরণ-চিৎকার! 'কথা' সিরিয়ালের নায়ক সাহেব যা করলেন...

Saheb Bhattacharyya tollywood: সিঁদুরদানের সময় এহেন কান্ড, সাহেব ভট্টাচার্য সেই সময় যা করলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bengali serial katha television actor saheb Bhattacharyya tollywood news

Tollywood news: সিরিয়ালের শুটিং চলাকালীন যা হয়/ ছবি- সংগৃহীত

Serial Katha: শুটিং ফ্লোরে কত কান্ড হয় জানা আছে? একেই তো একটা শট অনেকবার ধরে নেওয়া হয়। কখনও কখনও তারকাদের মধ্যে হাসাহাসি কিংবা শট জাস্টিফিকেশন প্রয়োজন হয়ে পড়ে। তবে, একজন বয়স্ক মানুষের সঙ্গে এহেন ব্যাবহার!

Advertisment

যেকোনও সিরিয়ালে এখন বিয়ে খুব স্বাভাবিক ঘটনা। একটা ধারাবাহিকে অনেকবার করে বিয়ে দেখানো হয়েই থাকে। তাঁর সঙ্গে সিরিয়ালের পুরোহিতদের থাকে এক বিরাট ভূমিকা। বারবার বিয়ে দেওয়াও কিন্তু একটা বড় মাপের ঘটনা। একই দৃশ্য প্রায় অনেকবার অভিনয় করা মোটেই সহজ ঘটনা নয়। আর সেখানে, একজন পুরোহিত মানুষের সঙ্গে এত খারাপ ব্যবহার?

স্টার জলসার নতুন ধারাবাহিক কথায় বিয়ের পর্ব অনুষ্ঠিত হয়েছে। সেখানেই অভিনয় করছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য ( Saheb Bhattacharyya ) এবং অভিনেত্রী সুস্মিতা। সেই বিয়ের পর্বের শুটিং চলাকালীন একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বিয়ে দিচ্ছেন পুরোহিত। একজন বয়স্ক মানুষ, তার একটু ভুল হতেই পারে। সিঁদুরদানের সময় একটি শট নেয়ার মুহূর্তেই বেশ কয়েকবার সেই অভিনেতা হাত ওঠাতে ভুল করেন। এবং তারপরেই ধমকে ওঠেন পরিচালক। যথেষ্ট মাত্রায় চিৎকার করেন কেউ। তাতেই আরও থতমত খেয়ে যান সেই বয়স্ক অভিনেতা।

আরও পড়ুন - Madan Mitra: কানে ফোন, ‘পুলিশ কমিশনার’ মদন মিত্রের নতুন ডিউটি শুরু! হচ্ছেটা কী?

আর, সেই সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন অভিনেতা নিজেই। সাহেব সবটাই শান্ত রাখার চেষ্টা করেন। মাথা ঠাণ্ডা রাখতে বলেন পরিচালককে। বারবার তাঁকে হাত ধরে দেখিয়ে দেন যে আসলে কীভাবে অভিনয় করলে শট ওকে হবে। যাতে তিনি ভয় না পেয়ে যান তাঁর জন্যই বারবার নিজের মত করে চেষ্টা করতে থাকেন সাহেব।

আর এই দৃশ্য চোখে পড়তেই একাধিক অনুরাগীরা বক্তব্য, এজন্যই মানুষের আজকাল এসব সিরিয়াল পছন্দ হয় না। আবার কেউ বললেন, এরম ব্যবহার? আবার কারওর কথায়, এভাবে আচরণ করলে মানুষ তো ভয় পেয়ে যাবে। আবার কেউ সঙ্গ দিলেন, তাদের কথায়, এতবড় ধারাবাহিক পরিচালনা করা মোটেই সহজ কাজ নয়। তাই এটুকু চিৎকার হতেই পারে।

Bengali Serial Bengali Television tollywood Entertainment News
Advertisment