/indian-express-bangla/media/media_files/2025/10/27/cats-2025-10-27-14-30-31.jpg)
TRP-তে চমক
TRP Of Bengali Serial This Week: দুর্গোৎসব, লক্ষ্মীপুজো বাংলা সিরিয়ালের উপরও বিরাট প্রভাব ফেলেছিল সে কথা আলাদা করে বলার অবকাশই রাখে না। টিআরপি-তে এসেছিল বিরাট রদবদল। উৎসবের মরশুম শেষে তো টিআরপি লিস্টে একেবারে একেবারে ম্যাজিক! প্রথম পাঁচে ঠাঁই হয়নি পরশুরামের আর বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছিল দিতিপ্রিয়া রায় ও জিতু কমল অভিনীত 'চিরদিনই তুমি যে আমার'। উৎসবের রেশ কাটতেই টিআরপি-তে চমক প্রতীক সেনের। বেঙ্গল টপার কে?
আরও পড়ুন লক্ষ্মীপুজোর পরই ভাগ্যবদল! টিআরপি-তে বিরাট চমক, পরশুরামকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার কোন মেগা?
গত সপ্তাহে উৎসবের আমেজে হাতে আসেনি বাংলা ধারাবাহিকের রিপোর্ট কার্ড। আর সেই জন্যই সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবার সকলকে একপ্রকার চমকে দিয়ে প্রকাশ্যে টিআরপি তালিকা। এক নজরে দেখে নেওয়া যাক, ছট পুজোর দিন কোন ধারাবাহিকের ভাগ্যে শিকে ছিঁড়ল। চলতি সপ্তাহে ফের শীর্ষ স্থান দখল করল পরিনীতা। ৭.৫ পয়েন্ট সহযোগে বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল এই মেগা। দ্বিতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। প্রথম তিনের শেষে অর্থাৎ তৃতীয় স্থানে কোন মেগা?
চলতি সপ্তাহে তৃতীয় স্থানাধিকারী 'চিরদিনই তুমি যে আমার'। আর্য-অপর্ণার ঝুলিতে এসেছে ৬.৫ পয়েন্ট। টিআরপি তালিকার টপ ফাইভের শেষ দুইয়ে অর্থাৎ চতুর্থ ও পঞ্চম স্থানে ঠাঁই পেল কোন দুই মেগা? ৬.৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে চতুর্থ স্থান দখল করেছে ফুলকি এ পরশুরাম। সম্প্রতি ধারাবাহিকের গল্পে এসেছে নতুন মোড়। পরশুরামের জীবনে নতুন নারী শীতল! তাদের বিয়ে ঘিরে সংসারে নতুন ঝড় তটিনী কী ভাবে সামলাবে তা দেখতে উদগ্রীব এই মেগার দর্শক। পঞ্চমে রয়েছে 'দাদামণি'। অনেকদিন পর ফের প্রথম পাঁচে জায়গা পেল এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.২।
আরও পড়ুন Bengali Serial TRP: সোম-পার্বতীর ২১ দিনের চ্যালেঞ্জেই প্রথম পাঁচে 'আমাদের দাদামণি', পয়লা নম্বরে কে?
প্রসঙ্গত, গত মাসে অর্থাৎ ১৮ সেপ্টেম্বর টিআরপি তালিকার পঞ্চমে বিরাট ধামাকা করেছিল প্রতীক সেন। ৫.৮ পয়েন্ট নিয়ে প্রথম পাঁচের শেষে ছিল 'আমাদের দাদামণি'। সোম-পার্বতীর ২১ দিনের চ্যালেঞ্জে তোলপাড় করা তিনদিনের পর্ব একেবারে চেটেপুটে উপভোগ করেছে দর্শক। এরপরই টিআরপি-তে পঞ্চম স্থান দখল করেছিল এই ডেইলি সোপ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us