ইদানীং একটু বেশিই সামনে আসছে টলিগঞ্জের বকেয়া টাকার সমস্যা। ফের একবার এই কারণেই বন্ধ হচ্ছে দুটি জনপ্রিয় ধারাবাহিকের শুটিং। প্রাপ্ত টাকা সংক্রান্ত জট না কাটায় শনিবার থেকেই বন্ধ হল ‘রাণী রাসমণি’ ও ‘দেবী চৌধুরাণী’-র শুটিং। বিগত দু'মাস ধরে সমস্যা চলছে এই দুটি ধারাবাহিক নিয়ে।
সুব্রত রায় প্রোডাকশনের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ বহুদিন ধরেই শোনা যায় টেলিপাড়ায়। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ও ‘দেবী চৌধুরাণী’-র টেকনিশিয়ানরা পারিশ্রমিক নিয়ে সমস্যার কারণে আগেও শুটিং বন্ধ রেখেছিলেন। এদিন তাদের অভিযোগ সুব্রত রায় প্রথমে বলেছিলেন, অগাস্টের শেষে তিনি সমস্ত বকেয়া মিটিয়ে দেবেন। কিন্তু পরিবর্তে তিনি নতুন দিন চেয়ে বসেন।
আরও পড়ুন, টানা তিন সপ্তাহ এক নম্বরে ‘ত্রিনয়নী’, সেরা পাঁচে ‘শ্রীময়ী’
এভাবেই বহুবার টাকার দেওয়ার দিন পিছিয়ে এসেছেন তিনি। পরে তিনি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেল করেছিলেন বলে তারা শুটিং চালু রেখেছিলেন। কিন্তু ২০ সেপ্টেম্বরও সুব্রত রায় টাকা দেননি বলেই অভিযোগ ধারাবাহিকের কর্মীদের। এই মর্মেই শনিবার সকালে মিটিংয়ে শুটিং বন্ধ করার সিন্ধান্ত নেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে প্রযোজক সুব্রত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''পেমেন্ট তো সব মেটানোই রয়েছে। টিডিএস নিয়ে কিছু সমস্যা হচ্ছে তবে মঙ্গল-বুধবারের মধ্যে সেটা মিটে যাবে।'' তবে তাঁর সঙ্গে এখনও ধারাবাহিকের পক্ষ থেকে কেউই যোগাযোগ করেনি বলেই দাবি প্রযোজকের। তাঁর টিম পুরোটা দেখছে বলেও জানালেন সুব্রত বাবু।
আরও পড়ুন, ছেলেকে নিয়ে পায়েল-দ্বৈপায়নের প্রথম বিদেশভ্রমণ এই পুজোতে
কিন্তু প্রযোজকের মুখের কথায় আর চিঁড়ে গলছে না বলেই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে। প্রাপ্য টাকা না মেটা পর্যন্ত শুটিং করবেন না বলেই জানিয়েছেন পরিচালকদের অ্যাসোসিয়েশন।