Advertisment

Bengali Serial - Reclaim The Night: অপরাধীদের রাস্তায় ফেলে মারছেন মহিলারা, সিরিয়ালেও রাত দখল মেয়েদের?

Bengali Serial update: মহানগরে এখন একদম অন্য চিত্র। সবথেকে বড় কথা, বিচারের দাবিতে পথে নেমেছেন মেয়েরা। আর এবার সেই প্রতিবাদের রেশ বাংলা সিরিয়ালে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bengali serial reclaim the night

বাংলা সিরিয়ালেও রাত দখল

বাংলা সিরিয়ালে দেখা গেল মেয়েদের রাত দখলের প্রভাব। সারা রাজ্য জুড়ে মেয়েরা নিজেদের অধিকার রক্ষা করতে, দাবি নিশ্চিত করতে রাস্তায় নেমেছেন। আর জি করের জুনিয়র ডাক্তারের পাশাপাশি এই বাংলার ঘরে ঘরে মেয়েরা নিগ্রহের শিকার। তাই এবার বিচার ছিনিয়ে নেওয়ার পালা।

Advertisment

একদিকে যেমন সমাজের রাস্তায় মেয়েরা নিজেদের দাবি সুরক্ষা করতে নেমেছেন, তেমনই সিরিয়ালের পর্দায় দেখা যাচ্ছে ঠিক এমনই একটি দৃশ্য। কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে দেখা যাচ্ছে মধুবনী প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। এবং বেশ কয়েকটি ছেলেকে ধরে প্রচন্ড মারছেন সব মহিলারা। দিনের পর দিন মেয়েদের সঙ্গে হয়ে চলা অন্যায়ের প্রতিবাদের দৃশ্য এবার বাংলা সিরিয়ালের বুকেও।

দেশের বিভিন্ন স্তরে মানুষ প্রতিবাদ করছেন। বিভিন্ন পেশার মানুষ রাস্তায় নেমেছেন প্রতিবাদ করতে। কিন্তু, তাও বিচার এখনও অধরা। ঠিক তেমনই, সিরিয়ালে ঠিক এমনি দৃশ্য। মধুবনি সকলকে একজোট করে প্রতিবাদ করতে নেমেছেন। সিরিয়ালে দেখা যাচ্ছিল, মিহির পরিচয় নিয়ে ঋকদেব এবং মধুবনির নতুন সংসারে অশান্তি। তাঁর পাশাপাশি এবার তাৎক্ষণিক ঘটনার ঝলক মিলবে এই ধারাবাহিকে।

অভিনেত্রী নিজেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন, "পাড়ার একটি মেয়েকে হেনস্থা করা হয়। এবং যা হয়, মেয়েরা প্রতিবাদ করতে ভয় পায়। যাতে অভিযুক্তরা আবার হামলা না করে, মেয়েটির আরও ক্ষতি না হয়। এমনকি, মেয়েরাই নীরব থাকতে চায়। মধূবনী নিজেই বলে, যে তোমরা অস্ত্র হাতে নিজেরা নামো। প্রতিবাদ করতেই হবে।"

দেখা যাচ্ছে, মেয়েরা ঝাড়ু, দা কুড়াল হাতে ছেলেদের দিকে তেড়ে যাচ্ছে। এবং অপরাধীদের মাটিতে ফেলে মারছে। সেই দৃশ্যই দেখে বেশ মজা পেয়েছেন অনুরাগীরা। মহানগরীর রাস্তায় প্রতিবাদের ভিন্ন ভাষা উঠছে। গান, মূকাভিনয়ের মাধ্যমেই চলছে প্রতিবাদ। কখনও রাত দখল করছে মেয়েরা। তবে, বাংলা সিরিয়াল যে প্রাসঙ্গিক কিছু তুলে ধরেছে, সেটাই দেখার।

 

tollywood tollywood news Bengali Serial
Advertisment