/indian-express-bangla/media/media_files/2025/03/20/qmFCsOlTh0dNW4bvHniu.jpg)
কারা করল বাজিমাত? Photograph: (Instagram)
TRP - তালিকা এই সপ্তাহে বেশ আকর্ষণীয়। কেন? হাড্ডাহাড্ডি লড়াই করা দুটি সিরিয়াল, তাঁরা এক অপরকে টেক্কা না দিয়ে, বরং একই জায়গা দখল করে নিয়েছে। এমন দুটি ধারাবাহিক, যারা বেঙ্গল টপার হিসেবে বহুবার জায়গা করে নিয়েছে, এবার তাঁরা একসঙ্গেই একটি জায়গা নিজেদের নামে করে নিয়েছে। শুনতে অবাক লাগলেও ঘটনা একেবারেই সত্যি। আর কে কে স্থান বদল করল এই সপ্তাহে?
একদম প্রথম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। অর্থাৎ, পরশুরাম আজকের নায়ক এবং পরিণীতা। দুই চ্যানেলের দুই বেঙ্গল টপ করা ধারাবাহিক, তাঁরা একসঙ্গে প্রথম স্থানে রয়েছে। প্রাপ্ত রেটিং, ৬.৫। দ্বিতীয় স্থানে রয়েছে চেনা ছন্দের এই ধারাবাহিক। দীর্ঘদিন ধরে এই সিরিয়াল মানুষকে আনন্দ দিয়েছে। জগদ্ধাত্রী সিরিয়াল রয়েছে দ্বিতীয় স্থানে। রেটিং, ৬.৩। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার দুই বিখ্যাত সিরিয়াল। একটি সিরিয়াল নিয়ে তো নানা বিতর্ক হয়েছে। এবং, আরেকটি বহুদিন ধরেই রয়েছে আলোচনায়। জি বাংলার ফুলকি এবং চিরদিনই তুমি যে আমার রয়েছে তৃতীয় স্থানে। প্রাপ্ত রেটিং ৬.১।
চতুর্থ স্থানে কে জায়গা করে নিল? ৪র্থ স্থানে রয়েছে সেই ধারাবাহিক, যা অল্প দিনেই নিজের কন্টেন্টের কারণে জায়গা করে নিয়েছে। অর্থাৎ, রাজ রাজেশ্বরী রাণী ভবানী। এবং এই ধারাবাহিক বেশ পছন্দ করছেন সিরিয়াল প্রেমীরা। বিশেষ করে রামকান্ত সিংহাসনে বসার পর থেকে এবং রানিমার সঙ্গে তাঁর খুনসুটি মন কেড়েছে সকলের। প্রাপ্ত রেটিং ৬.০। পঞ্চম স্থানে একটু রদবদল দেখা যাচ্ছে। কারণ? আমাদের দাদামণি উঠে এসেছে এই তালিকার পঞ্চম স্থানে। প্রাপ্ত রেটিং ৫.৯। তবে...
তুলনামূলক অনেকটাই জায়গা ছাড়তে হয়েছে রঙ্গমতী তীরন্দাজকে। এই ধারাবাহিক নেমে গিয়েছে ষষ্ঠ স্থানে। প্রাপ্ত রেটিং ৫.৮। তাহলে কি ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে এই ধারাবাহিক? সপ্তম স্থানে রয়েছে, চিরসখা। এছাড়াও এই তালিকায় দশের মধ্যে জায়গা করে নিয়েছে, কথা এবং তুই আমার হিরো। কিচ্ছু দিনের মধ্যে জোয়ার ভাঁটা ধারাবাহিকের প্রাপ্ত রেটিং, ৫.১।