/indian-express-bangla/media/media_files/2025/08/21/trp-2025-08-21-16-59-24.png)
কার ভাগ্য খুলল?
/indian-express-bangla/media/media_files/2025/08/21/noname-2025-08-21-17-02-40.png)
বাংলা ধারাবাহিক একের পর এক এপিসোড পার হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ধারাবাহিক মানুষের বেশ পছন্দের হয়ে ওঠে। এবং একটি ধারাবাহিককে দীর্ঘদিন দর্শকদের মণিকোঠায় জায়গা পেতেও বেশ পরিশ্রম করতে হয়। সেইদিকে বিচার করলে দেখা যাবে, এই ধারাবাহিক মাত্র কিছু সপ্তাহের মধ্যেই সকলের নয়নের মণি হয়ে ওঠে। এবং এই সপ্তাহের TRP দেখলেই বোঝা যাচ্ছে, বেশ কিছু অদল বদল হয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/21/t1-2025-08-21-17-03-04.jpg)
প্রথম স্থানে রয়েছে পরশুরাম, আজকের নায়ক। দীর্ঘসময় ধরে এই ধারাবাহিক রয়েছে টপে। মাঝখানে অবশ্য এই ধারাবাহিকের বদলে টপ স্থানে ছিল, রাজ রাজেশ্বরী। তবে, আবারও বদল ঘটেছে। পরশুরামের প্রাপ্ত TRP ৯.৬।
/indian-express-bangla/media/media_files/2025/08/21/t3-2025-08-21-17-03-22.jpg)
দ্বিতীয় স্থানে রয়েছে, রাঙ্গামতি তীরন্দাজ। এই ধারাবাহিক দীর্ঘদিন ধরে TRP তালিকায় প্রথম ৫- এ জায়গা করে নেয়। প্রাপ্ত রেটিং ৯.২।
/indian-express-bangla/media/media_files/2025/08/21/t2-2025-08-21-17-03-40.png)
তৃতীয় স্থানে রয়েছে সদ্য শুরু হওয়া রাজ রাজেশ্বরী রাণী ভবানী। এই ধারাবাহিক প্রথম থেকেই অনেকের পছন্দ হয়েছে। এবং এই ধারাবাহিকে রানী ভবানীর জীবন কাহিনী দেখানোর সঙ্গে সঙ্গে ইতিহাসের এমন এক দিক তুলে ধরা হয়েছে, যা অনেকের অজানা। প্রাপ্ত রেটিং ৮.৭।
/indian-express-bangla/media/media_files/2025/08/21/t4-2025-08-21-17-03-59.png)
চতুর্থ স্থানে রয়েছে চিরসখা। এই ধারাবাহিক শুরু থেকেই যেন বিতর্ক সৃষ্টি করেছে। এবং, নানাভাবেই আলোচনায় থাকে। প্রাপ্ত রেটিং -৭.২।
/indian-express-bangla/media/media_files/2025/08/21/1920x1080listd3cd15e916834e08b701bb757b27b67d601803b945194b54a4113b2abb3674a5-2025-08-21-17-04-45.jpg)
পঞ্চম স্থানে রয়েছে একসময়ের বেঙ্গল টপার পরিণীতা। রায়ান এবং পারুলের সম্পর্কের নানা দিক দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। অন্যদিকে, দাদু হাসপাতালে ভর্তি, সেই নিয়েও নানা কোলাহল, প্রাপ্ত রেটিং - ৬.৯।
/indian-express-bangla/media/media_files/2025/08/21/t5-2025-08-21-17-05-02.png)
ষষ্ঠ স্থানে রয়েছে কথা। এই ধারাবাহিক দীর্ঘদিন ধরে মানুষের মনোরঞ্জন করেছে। কথা এবং এভি - এর দাম্পত্যের এক ক্রুশীয়াল দিক দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। প্রাপ্ত রেটিং ৬.৭।
/indian-express-bangla/media/media_files/2025/08/21/trp1-2025-08-21-17-05-21.png)
এছাড়াও সপ্তম থেকে দশম স্থানে জায়গা করে নিয়েছে বেশ কয়েকটি পুরোনো ধারাবাহিক। যার মধ্যে ফুলকি, অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী সিরিয়াল রয়েছে। দশম স্থানে এ রয়েছে নতুন ধারাবাহিক দাদামনি।