/indian-express-bangla/media/media_files/2025/03/06/zXtcaL2FRGsXoyt6yDZj.jpg)
TRP-Serial: কোন কোন সিরিয়াল রয়েছে টপে? Photograph: (ফাইল চিত্র )
Bengali Serial TRP: বাংলা সিরিয়ালের প্রতি বাংলার দর্শক তো বটেই, পদ্মাপাড়ের অনেকেই অধিক ভালবাসা দেখিয়ে এসেছেন। আর সন্ধ্যে থেকে রাত পর্যন্ত নানা চ্যানেলে নানা শো, তবে শেষ কিছু মাসে টানা বেঙ্গল টপার একটাই ধারাবাহিক। নজর বুলিয়ে নেওয়া যাক, এই সপ্তাহে কোন কোন ধারাবাহিক রয়েছে টপে?
জি বাংলার এই নতুন ধারাবাহিক অল্পদিনেই নিজের খেলা দেখাতে শুরু করেছে। পরিণীতা, শেষ দু মাস ধরে বেঙ্গল টপার। এর বিপরীতে রয়েছে উড়ান। যদিও সেই সিরিয়ালে কমেডি ভরপুর থাকলেও পরিণীতাকে টেক্কা দিতে পারছে না। এই সিরিয়ালের প্রাপ্ত রেটিং - ৭.৬। দ্বিতীয় স্থানে রয়েছে আরেক বেঙ্গল টপার সিরিয়াল। দীর্ঘ দিন ধরে চলছে জগদ্ধাত্রী। কিন্তু এখন স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী রোমান্সের জায়গায় তাঁদের মেয়ের গল্প আসায়, অনেকটাই নম্বরে বদল এসেছে। এর প্রাপ্ত রেটিং, ৭.০।
বাংলা সিরিয়ালের মধ্যে দারুণ জনপ্রিয় একটি সিরিয়াল কথা। সাহেব এবং সুস্মিতা অভিনীত এই ধারাবাহিকের গল্প কিছুদিন আগেও ভাল পারফর্ম করছিল, কিন্তু এখন প্রথম পাঁচেও নেই এই ধারাবাহিক। তিন নম্বর স্থানে রয়েছে, ফুলকি এবং রাঙ্গামতি তীরন্দাজ। ফুলকিতে এখন চরম উত্তেজনা, এই সিরিয়ালের প্রাপ্ত রেটিং, ৬.৬। এছাড়াও কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের জায়গা এখন চার নম্বরে। অনিকেত এবং শ্যামলীর মনের অবস্থা ও একে অপরের প্রতি তাঁদের ভালবাসা দর্শককে এখনও বেঁধে রেখেছে। এই সিরিয়ালের প্রাপ্ত রেটিং, ৬.৫।
কথা একসময় প্রথম পাঁচ এ থাকলেও জায়গা হারিয়ে এই সিরিয়াল এখন ষষ্ঠ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে গীতা এলএলবি। রেটিং, ৬.২। কথা রয়েছে ষষ্ঠ স্থানে। এর প্রাপ্ত রেটিং ৫.৯। কথার সঙ্গে আরও একটি ধারাবাহিক রয়েছে এই একই স্থানে, স্টার জলসার উড়ান একই জায়গায় রয়েছে।
আর কে কে রয়েছে কোন স্থানে?
সপ্তম: মিত্তির বাড়ি ( ৫.৫ )
অষ্টম: গৃহপ্রবেশ ( ৫.৩ )
নবম: আনন্দী ( ৫.২ )
দশম: চিরসখা ( ৫.১ )