এ সপ্তাহেই জমজমাট লড়াই ধারাবাহিকের মধ্যে। TRP এর শীর্ষে থাকতেই প্রতিদিন নতুন নতুন প্লট এবং টুইস্ট ধারাবাহিক জুড়ে। তবে, এতকিছুর পরও দুই মহারথীকে নিজেদের জায়গা থেকে টলাতে পারছে না কেউই। এবারও বাংলার ঘরে ঘরে চলল কাদের রাজ?
'অনুরাগের ছোঁয়া'কে বিন্দুমাত্র হাঁটানোর ক্ষমতা নেই কারওর। এমনকি এতকিছু করেও 'জগদ্ধাত্রী' নিজেও যেন পারছে না কামাল করতে। মাত্র .৩ এর ব্যবধান হলেও এবারও কিন্তু প্রথম স্থান ধরে রেখেছে সূর্য-দীপার রোমান্স, শুধু তাই নয় এবার তো দার্জিলিং এ ভয়ঙ্কর কান্ড ঘটার পালা। প্রাপ্ত রেটিং ৯.৩। তবে, পিছিয়ে নেই জ্যাজ নিজেও। নিজের কারিশমা দিয়ে বাংলার জনগণকে বশ করতে তৈরি সেও। প্রাপ্ত রেটিং ৯.০।
আরও পড়ুন < ‘ভারত-ই আমার দেশ..’, কানাডার নাগরিকত্ব ছাড়ছেন অক্ষয় কুমার >
তবে বিরাট কামাল করে ফেলেছে 'গাঁটছড়া' এবং 'মিঠাই'। একঝাঁক নতুন সিরিয়ালের মাঝেও দম না ফেলে লড়াই করে চলেছে এই ধারাবাহিকগুলি। সবাইকে চমকে দিয়েই এই সপ্তাহে ষষ্ঠ স্থানে 'গাঁটছড়া' এবং সপ্তমে সকলের প্রিয় 'মিঠাই'। স্লট ফিরে পেয়েছে এই ধারাবাহিক! 'খেলনা বাড়ি'র সঙ্গে পাল্লা দিচ্ছে পর্ণার 'নিম ফুলের মধু', প্রতিবাদী বৌমাকে যে বেশ উপভোগ করছেন দর্শকরা একথা বলাই যায়। ঋদ্ধি এবং খড়ির মিলন আবারও পুরনো মেজাজ ফিরিয়েছে ধারাবাহিকের। এদের প্রাপ্ত রেটিং ৭.১। মিঠাই ধারাবাহিকে এবার মিঠির চূড়ান্ত ভোল বদলের পালা, সপ্তমে এই ধারাবাহিক, প্রাপ্ত রেটিং ৭.০। এভাবেও ফিরে আসা যায় দেখিয়ে দিক মিঠাই।
অন্যদিকে, অনেকটাই পিছিয়েছে 'বাংলা মিডিয়াম' এবং 'পঞ্চমী'। সাপের কীর্তিকলাপ দেখে চোখ কপালে জনগণের। অন্যদিকে 'এক্কা দোক্কা'য় প্রতীক আসার পরেও কোনও সুরাহা হয় নি। বরং 'মেয়েবেলা' নিজের জায়গা করে নিয়েছে প্রথম দশে।