New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/17/cats-2025-07-17-13-19-15.jpg)
টিআরপি তালিকা
Bengali Serial TRP List: সম্প্রচারের পরই টিআরপি তালিকার প্রথম পাঁচে রাণী ভবানী। চলতি সপ্তাহে প্রথম পাঁচের লড়াইয়ে কার স্থান কোথায়? দেখে নিন এক ক্লিকে।
টিআরপি তালিকা
TRP List Of Top 5 Bengali Serial: আরও এক বৃহস্পতিবার, লক্ষ্মীবারে রিপোর্ট কার্ড হাতে পাওয়ার দিন। দাড়িপাল্লার বিচারে টেলি ধারাবাহিকগুলির কার অবস্থান কোথায় বৃহস্পতিতে তারই বিচারের পালা। চলতি সপ্তাহে কোন মেগা এগিয়ে গেল বা পিছেয়ে গেল কিংবা কার জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকল তারই উল্লেখ থাকে রিপোর্ট কার্ডে। চলতি সপ্তাহে টিআরপি তালিকা গত কয়েক সপ্তাহ থেকে অনেকটাই আলাদা। এই সপ্তাহে টিআরপি লিস্টের নয়া সংযোজন 'রাণী ভবানি'।
নতুন ধারাবাহিক মুক্তির পরই টিআরপি-তে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। অন্যদিকে বিরাট সাফল্য 'চিরসখা'-র। একলাফে পঞ্চম থেকে উঠে এসেছে তৃতীয় স্থানে। অন্যদিকে গত সপ্তাহে টিআরপি তালিকার টপ ফাইভ থেকে ছিটকে যাওয়া দুই ধারাবাহিক রাঙামতি তিরন্দাজ ও পরিণীতা ফের প্রথম পাঁচে।
আরও পড়ুন প্রথম পাঁচ থেকে ছিটকে গেল পরিণীতা-রাঙামতি, জগদ্ধাত্রী-ফুলকির লড়াইয়ে কে এগিয়ে?
এক নজরে দেখে নেওয়া যাক জুলাইয়ের তৃতীয় সপ্তাহের টিআরপি তালিকা। নিজের জায়গা অটুট রেখেছে পরশুরাম। এই ধারাবাহিকের মোট নম্বর ৭.৫, উল্লেখ্য গত সপ্তাহেও একই পয়েন্ট নিয়ে প্রথম স্থানে ছিল এই ধারাবাহিকটি। জগদ্ধাত্রীকে হারিয়ে চলতি সপ্তাহে ফের দ্বিতীয় স্থানাধিকারী ফুলকি।
আরও পড়ুন টিআরপি-তে বিরাট রদবদল, ধরাশায়ী জগদ্ধাত্রী-রাঙামতি! বেঙ্গল টপার কে?
এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৭.১ পয়েন্ট। প্রতি সপ্তাহেই ফুলকি আর জগদ্ধাত্রীর হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু, জারি। কয়েক পয়েন্টের ব্যবধানে বারবার একে অপরকে টক্কর দিচ্ছে। ১৭ জুলাই নম্বরের ভিত্তিতে তৃতীয় স্থানে জোড়া সাফল্য। সেই তালিকায় রয়েছে জগদ্ধাত্রী ও চিরসখা।
বিগত কয়েক সপ্তাহ একটানা পঞ্চমে ছিল চিরসখা। একবার স্থানচ্যুতও হয়েছে। কিন্তু, চলতি সপ্তাহে এই ধারাবাহিকের বৃহস্পতি তুঙ্গে সে কথা বলাইবাহুল্য। ৬.৮ পয়েন্ট সহযোগে একলাফে পঞ্চম থেকে উঠে এসেছে তৃতীয় স্থানে। এবার আসা যাক নতুন ধারাবাহিক রাণী ভবানী-র কথায়। সম্প্রচারের পরই বিরাট জয়।
আরও পড়ুন ফের বেঙ্গল টপার পরশুরাম, দোসর রাঙামতি তিরন্দাজ, জগদ্ধাত্রী-ফুলকি-পরিণীতার লড়াইয়ে এগিয়ে কে?
টিআরপি তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিল এই ধারাবাহিকটি। প্রাপ্ত নম্বর ৬.৭। চলতি সপ্তাহে পঞ্চমেও জোড়া সাফল্য। আর সেই তালিকায় রয়েছে রাঙামতি তিরন্দাজ ও পরিণীতা। উল্লেখ্য, এই দুটি মেগাই গত সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছিল। চলতি সপ্তাহে দুটি ধারাবাহিকের ঝুলিতে এল ৬.২ পয়েন্ট।