Lagnajita Chakraborty: 'এদেশে নাকি মেয়েদের দেবী হিসেবে দেখা হয়...?' ৩০ দিন পরেও বিচার অধরা, ক্লান্ত লগ্নজিতা চক্রবর্তী
Lagnajita chakraborty statement: পথে নেমে আন্দোলন করছেন তারা। শুধু তাই নয়, লগ্নজিতা বারবার নিজের মন্তব্য প্রকাশ্যে আনছেন এই প্রসঙ্গে। আর এবারও তিনি অকপট...
পথে নেমে আন্দোলন করছেন সকলে। রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকারা, বাদ নেই কেউই। এমনকি, কুমোরটুলি থেকে আজ পথে নেমেছেন মাতৃমূর্তি গড়েন যারা তাঁরা। শিল্পীদের এই মিছিলের ডাক দিয়েছেন, সনাতন দ্বিন্দা।
Advertisment
তাঁর ডাকে পথে নেমেছেন অনেকেই। শিল্পীদের পাশাপাশি দেখা গেল সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে। সেখানেই তিনি আওয়াজ তুলেছেন নারী অত্যাচারের বিরুদ্ধে। আর আগেও তিনি পথে নেমেছেন এবং সক্রিয় আন্দোলনে যোগ দিয়েছেন, কিন্তু এবার তিনি মুখ খুললেন। এই দেশের মাটিতে যেখানে আড়ম্বরে মাতৃপূজা হয়, সেখানে এহেন ন্যক্কারজনক ঘটনাকে মানতে পারছেন না লগ্নজিতা।
শিল্পী, প্রকাশ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসের ক্যামেরায় বলছেন, "যে জায়গা থেকে আজকে হাঁটা শুরু করেছি সেখানে দুর্গা প্রতিমা তৈরি হয়। আর এই আন্দোলনের ডাক দিয়েছেন সনাতন দা। এমন এক, মহীরুহ সমান মানুষের ডাক উপেক্ষা করা সম্ভব না। শুধু তাই নয়, শিল্পী এই দেশের মানুষের বক্তব্য নিয়ে বেশ অসন্তোষে। সোজাসুজি বললেন....
"আমি জন্ম থেকে শুনে আসছি, এই দেশে মেয়েদের দেবী হিসেবে দেখা হয়। খালি শুনে আসছি, আমাদের দেশ নাকি একটাই দেশ সেখানে মেয়েদের পুজো করা হয়। প্রতিবছর দুর্গাপুজোর সময় এই নিয়ে আলোচনা হয়। যখনই কোনও মেয়ে ধর্ষণ হচ্ছে তখনই রাজনৈতিক দল এসে বলে, আমাদের দেশে দুর্গা আছেন, কালী আছেন, হ্যান ত্যান কত কথা শুনতে হয়। আমার তো এখন সবেতেই ভ্রান্ত ধারণা রয়েছে।"
আজ পুরো ৩০ দিন পার। বিচার এখনও অধরা। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। শুধু তাই নয়, তাঁরা আন্দোলন ততদিন চালিয়ে যাবেন, যতদিন না পর্যন্ত বিচার পাবেন তারা আশা ছাড়বেন না। আজও রাজ্য জুড়ে নানা জায়গায় জমায়েত। থামবেন না তারা।