Advertisment

Sunidhi Nayek: সিবিআই সেজে শান্তিনিকেতনের শিল্পীকে লুঠ! প্রাণনাশের হুমকি পদ্মাপাড়ের অর্ণবের স্ত্রী সুনিধি নায়েককে...

Sunidhi Nayek: দীর্ঘদিন ধরে শান্তিনিকেতনের সঙ্গে তাঁর যোগাযোগ। সেখানে ভাড়া বাড়িতে থাকেন তিনি। কিন্তু এরকম হবে একদিন যেন কল্পনাও করেননি। এভাবে টাকা লুঠ করা হবে, যেন স্বপ্নতীত।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sunidhi

শিল্পী সুনিধিকে হুমকি...


শান্তিনিকেতনের পূর্বপল্লীতে বাড়ি গায়িকা সুনিধি নায়েকের। তাঁর সঙ্গেই নাকি সিবিআই নামে জালিয়াতি? হায়দ্রাবাদের সিবিআই পুলিশের নামে গায়িকার সঙ্গে জালিয়াতি করে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়েছেন সাইবার অপরাধীরা।

Advertisment

শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী তিনি। এমনকি, কর্মসূত্রে তিনি পূর্বপল্লীতে থাকেন একটি ভাড়াবাড়িতে। সেখানেই, তবে সঙ্গে ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। তাঁকে নাকি ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে পর্যন্ত! গায়িকা রীতিমতো আতঙ্কে। জানিয়েছেন, বাবাকে খুনের হুমকি দিতেই যেন তাঁর ভয় ধরতে শুরু করে। এখানেই শেষ না। হাদ্রাবাদের সিবিআই নামে তারা তাঁকে ভিডিও কল করতে শুরু করেন, এমনকি টাকা আদায় করেন।

কিন্তু কেন?

গায়িকা জানিয়েছেন, বুধবার একটি ফোন পান তিনি। যে, নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে আর্থিক ঘটনার তছরুপে তিনি জড়িত। তাঁর নামে তোলা হয়েছে ক্রেডিট কার্ডও। এরপরই তাঁকে জানানো হয় যে তাঁকে গ্রেফতার করা হবে। যদিও পরবর্তী কথপোকথনে তাঁকে হুমকি দেওয়া শুরু হয়। এমনও বলা হয় তাঁর বাবাকে খুন করা হবে।

অভিনেত্রী কী বুঝলেন?

তাঁর কথায়, ওরা আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সব জানে। গল্প বানিয়ে, আমায় হুমকি দেওয়া শুরু করে। প্রায় অনেকমাস ধরে নজরদারি চলছিল গায়িকার ওপর। এমনকি, এও বলেন, বাড়ির বাইরে অচেনা অনেক ব্যক্তিকে ঘুরতেও দেখেছেন তিনি। সেই দুষ্কৃতীরা এও বলেছিলেন, যদি তিনি মুখ খোলেন তবে তিনিও মারা পড়বেন।

গায়িকা এও জানান, টাকা পাঠাতেই সাইবার অপরাধীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে তিনি শান্তিনিকেতন থানায় অভিযোগ জানান। এবং পুলিশি তরফে বেশ সাহায্য পাচ্ছেন বলেই জানিয়েছেন। তবে, এও বলেছেন, শান্তিনিকেতনের সুরক্ষা নিয়ে এখন প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, সুনিধি সঙ্গীত ভবনের প্রাক্তন শিক্ষার্থী হওয়ার সুবাদে মাঝেমধ্যেই সেখানে আসেন। সুনিধি বাংলাদেশের বিখ্যাত শিল্পী সায়ন চৌধুরী অর্ণবের স্ত্রী। নিজের গানের মাধ্যমেও বেশ সমৃদ্ধ করেছেন সঙ্গীত জগতকে।


 

Bangladesh Bengali Singer
Advertisment