Sreelekha Mitra: 'কোনওদিন এই যন্ত্রণা থেকে...', কোন ভুলের জন্য যন্ত্রণায় ছটফট করছেন শ্রীলেখা?

Sreelekha Mitra Father: সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা মিত্র লিখলেন 'আমি অর্ধেক মরে বেঁচে আছি'? এর নেপথ্য কারণও নিজেই জানালেন অভিনেত্রী। জেনে নিনন বিস্তারিত।

Sreelekha Mitra Father: সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা মিত্র লিখলেন 'আমি অর্ধেক মরে বেঁচে আছি'? এর নেপথ্য কারণও নিজেই জানালেন অভিনেত্রী। জেনে নিনন বিস্তারিত।

author-image
Kasturi Kundu
New Update
cats

কোন অনুশোচনায় শ্রীলেখা?

Sreelekha Mitra Father Death Anniversary: ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনীক দত্তের নতুন ছবি 'যত কাণ্ড কলকাতাতেই' প্রিমিয়ারে এসেছিলেন শ্রীলেখা মিত্র। পুজোর মরশুমে শাড়ি পরে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সকলের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা যায় শ্রীলেখাকে। ব্যস্ততার মাঝে একটা মারাত্মক ভুল করে ফেলেছেন। আর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ভুল স্বীকার করেছেন অভিনেত্রী। শ্রীলেখা বরাবরই স্পষ্ট কথা বলেন। অন্যায় যেমন সহ্য করেন না তেমনই নিজের ভুলকেও প্রশ্রয় দেন না অভিনেত্রী। কী এমন ভুল করলেন শ্রীলেখা মিত্র? 

Advertisment

আরও পড়ুন মহুয়া রায়চৌধুরী তো স্বপ্নের চরিত্র, প্রথম ছবিতে এমন সুযোগ বিরাট প্রাপ্তি: অঙ্কিতা মল্লিক

চার বছর আগে ২৫ সেপ্টেম্বর বাবাকে হারিয়েছেন। দিনটা তিনি ভোলেননি, কিন্তু বৃস্পতিবারই যে ২৫ সেপ্টেম্বর ছিল সেটা বেমালুম ভুলে গিয়েছিলেন শ্রীলেখা মিত্র। আর সেই ভুলের জন্যই যন্ত্রণায় ছটফট করছেন। আপশোস করে লিখেছেন, '২৫ সেপ্টেম্বর ২০২১...বাবা...গতকাল যে ২৫ তারিখ ছিল সারাদিনে একবারও মনে পড়ল না!! ২৫-এ যে বাবা গিয়েছিল সেটাও ভুলিনি অথচ কাল যে ২৫ সেপ্টেম্বর ছিল একটিবারের জন্য মনে পড়ল না?'

Advertisment

আরও যোগ করেন, 'ভাই শমিক মিত্র ছবি পাঠাতে...কী হয়েছে আমার জানি না, ভাল লাগছে না। বাবা সরি আমি ভুলিনি তোমাকে। কোনওদিনই যন্ত্রণা থেকে মুক্তি পাব না, আমি অর্ধেক মরে বেঁচে আছি, তোমরা চলে যাওয়ার পর।' বাবার মৃত্যুদিন ভুলে যাওয়ার আপশোস কিছুতেই যেন পিছু ছাড়ছে না। হোয়াটসআপ স্টেটাসেও মালা পরানো বাবার একটি ছবিতে শ্রীলেখা লিখেছেন, 'আমার হ্যান্ডসাম বাবা, আমার বেস্ট ফ্রেন্ড।'

আরও পড়ুন জীবনটা গোলাপের বাগিচা নয়, অনেক কাঁটা ছড়িয়ে থাকে তাই হাসিটা স্মিত থেকে মলিন হয়ে যায়: শ্রীলেখা

প্রসঙ্গত, ৩০ অগাস্ট ছিল শ্রীলেখার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় হৃদয়বিদারক একটি পোস্ট শেয়ার করেছিলেন। বিশেষ দিনে কেন এত উদাসীন? জন্মিদনে যখন মুখে চওড়া হাসি থাকার কথা তখন শ্রীলেখা নিজের হাসিমুখের ছবি পোস্ট করে লিখছিলেন, 'এই চওড়া হাসির মেয়েটা আজ বহুদিন হল নিখোঁজ, নাকি মেয়েটির চওড়া হাসি নিখোঁজ...? ধুর ছাই সব গুলিয়ে গেল। ও মনে পরেছে ..আজ মেয়েটির জন্মদিন।'

আরও পড়ুন 'মুখ্যমন্ত্রী হলে দুর্নীতিমুক্ত রাজ্য-অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব', বয়কটের ডাক প্রসঙ্গে বিস্ফোরক শ্রীলেখা

Sreelekha Mitra