ছবি সুপার ইম্পোজ করে পর্নসাইটে আপলোড! লালবাজারে অভিযোগ অভিনেত্রী প্রত্যুষা পালের

সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রিয় টেলি-নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রিয় টেলি-নায়িকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Pratyusha Paul, Bengali Television actress, প্রত্যুষা পাল, Bengali News today

টেলি-অভিনেত্রী প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকি

বাংলা টেলিভিশনে পৌরাণিক কাহিনি ভিত্তিক ধারাবাহিকের সুবাদে প্রত্যুষা পাল (Pratyusha Paul) বেজায় পরিচিত মুখ। বিশেষ করে 'মা লক্ষ্মী'র ভূমিকাতেই টেলিদর্শকদের অন্দরমহলে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। এরপর বিভিন্ন চ্যানেলের শোয়ে প্রত্যুষাকে কখনও দেখা গিয়েছে মা দুর্গার ভূমিকায় আবার কখনও বা তিনি ধরা দিয়েছেন দেবী সরস্বতীর ভূমিকায়। আর টেলিভিশনের সেই জনপ্রিয় অভিনেত্রীকেই কিনা ধর্ষণের হুমকি! ঘটনায় লালবাজারে অভিযোগ জানিয়েছেন প্রত্যুষা।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রিয় টেলি-নায়িকা। প্রত্যুষার অভিযোগ, তাঁর ছবি সুপার-ইম্পোজ করে পর্ণ সাইটে আপলোড করা হয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীর ঘনিষ্ঠ তথা পরিচিতদের কাছেও সেই অশ্লীল ছবি পাঠিয়ে তাঁর মানহানির চেষ্টা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন পুলিশের কাছে।

<আরও পড়ুন: ‘বিশ সাল বাদ’! পর্দায় গ্যাংস্টার-পুলিশের রোমাঞ্চকর কাহিনি নিয়ে ফিরছে সইফ-হৃতিক জুটি>

তবে উল্লেখ্য, এই ঘটনা ২০২০ সালের জুন মাসের। সেইসময়েই লালবাজারে ই-মেল মারফৎ অভিযোগ জানান প্রত্যুষা পাল। তবে সেই ঘটনায়, এখনও অবধি কেউ গ্রেফতার হয়নি, বলে অভিযোগ অভিনেত্রীর। সম্প্রতি টেলি-নায়িকা ফের একবার লালবাজারে গিয়েছিলেন। তাঁকে আবার আগামীকাল অর্থাৎ রবিবার আসতে বলা হয়েছে বলে প্রত্যুষা জানিয়েছেন।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Bengali Serial Bengali Television Tollywood Television star Pratyusha Paul