scorecardresearch

‘হিন্দু ধর্মের নামে কলঙ্ক, ধর্ম বদলান..’ রমজানে ইফতারি করে ভয়ঙ্কর আক্রমণের মুখে রাহুল-প্রীতি

কটাক্ষের শিকার হয়ে মোক্ষম জবাবও দিলেন অভিনেত্রী।

Rahul, Prity Biswas, Bengali Television couple, tollywood news, Bengali serial, tollywood television stars, রাহুল, প্রীতি বিশ্বাস, রাহুল প্রীতি, টেলিভিশনের তারকা দম্পতি, বাংলা সিরিয়ালের খবর, টলিউডের খবর, ইফতার, রমজান
রাহুল-প্রীতি

বাংলা টেলিভিশনের তারকা-দম্পতি রাহুল-প্রীতি। ছোটপর্দায় বেজায় জনপ্রিয়। একজন ‘হরগৌরী পাইস হোটেল’-এর শঙ্কর, অন্যজন ‘ধূলোকণা’ সিরিয়ালের মিনি দিদি, ‘বালিঝড়’-এর ‘পলি ম্যাডাম’ । টেলিপাড়ার সেই জনপ্রিয় তারকাদম্পতিই এবার ইফতার পালন করে ভয়ঙ্কর কটাক্ষের মুখে পড়লেন।

রমজান মাস। তারকাদের অনেকেই এসময়ে বন্ধুবান্ধবদের নিয়ে ইফতারি খানা-পিনায় মজে ওঠেন। নানারকম ফলমূল, মিষ্টি-শরবৎ, নোনতা মুখরোচক খাবারের হাতছানি সামলানো যে অসম্ভব। তাই ধর্ম যাই হোক, খানাপিনায় তো বাঁধা নেই! রাহুল-প্রীতিও সম্প্রতি ইফতারি পালনের ভিডিও নেটদুনিয়ায় শেয়ার করেছিলেন।

সেখানেই দেখা গেল দুজনের সামনেই সাজানো থরে থরে রকমারি ফলমূল, ফলের রসের শরবৎ। আরও অনেকের সঙ্গে একসঙ্গে মেঝেয় বসে ইফতার করছেন। গায়ের ওড়না মাথায় টেনেছেন প্রীতি। আর সেই ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করতেই নেটপাড়ার নীতিপুলিশদের রোষানলে তারকা-দম্পতি। নেপথ্যে শোনা গেল ‘ভর দে ঝোলি’ কাওয়ালি। এরপর থেকেই একের পর এক কটাক্ষবাণ উড়ে আসতে থাকে। কারও হুমকি ‘ধর্ম বদলান’ তো কেউ বা বলছেন, ‘আপনারা হিন্দু ধর্মের নামে কলঙ্ক।’ এখানেই শেষ নয়।

ধর্মের নামে রাহুল-প্রীতিকে পাঠ পড়াতেও ভুললেন না নিন্দুকরা। কারও মন্তব্য, ‘মুসলিম কবে থেকে হলেন?’ তো কারও প্রশ্ন, ‘আপনারা কখনও দেখেছেন কোনও মুসলিমকে হিন্দু উৎসব নিয়ে মাতামাতি করতে’। লাগাতার আক্রমণের মুখে পড়ে কিন্তু চুপ থাকেননি প্রীতি। বরং পাল্টা দিয়ে ক্ষান্ত হলেন তিনি। ইনস্টাগ্রামে লাইভে এসে নিন্দুকদের উদ্দেশে সটান প্রশ্ন, “এত খারাপ খারাপ কথা বলছেন আপনারা, আচ্ছা তাহলে ক্রিসমাসে পার্কস্ট্রিটে যান কেন, আগে নিজেদের মানসিকতা পরিষ্কার করুন। তারপর আমাকে জাত-ধর্ম বোঝাতে আসবেন।” কোথায় গিয়েছিলেন আসলে রাহুল-প্রীতি?

[আরও পড়ুন: ‘কী ভেবেছিলেন, ভয়ে পালাব..?’ MTV Roadies-এর ‘গ্যাং লিডার’ হয়ে বিস্ফোরক রিয়া চক্রবর্তী]

এপ্রসঙ্গে অভিনেত্রীর উত্তর, দীর্ঘদিন ধরেই একটা পার্লারের কাস্টমার তাঁরা। এদিন সেখানেই হেয়ারকাট করাতে যান। সন্ধে ৬টায় সকলে যখন রোজা ভাঙতে বসেন, তখন তাঁরাও সেখানে হাজির ছিলেন। পার্লারের তরফেই ইফতারির আমন্ত্রণ পান রাহুল-প্রীতি। অমত করেননি। বরং তারকাসুলভ আচরণ না রেখেই সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে অফতারি করেন। তাতেই এত্ত কটাক্ষ। তবে প্রীতি মোক্ষম জবাব দিতে ভুললেন না।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bengali television couple rahul prity biswas got trolled after posting iftari video