Advertisment
Presenting Partner
Desktop GIF

মায়াপুরে 'মহাপ্রভু'! রথযাত্রার উদ্বোধনে 'শ্রীচৈতন্য়'-অভিনেতা 

Bengali Television, Mayapur ISKCON, Subho RoyChowdhury: কালারস বাংলার 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ধারাবাহিকে শ্রীচৈতন্যের ভুমিকাতে তিনি অভিনয় করেছেন শুভ রায়চৌধুরী। মায়াপুরের রথযাত্রায় তিনিই ছিলেন বিশেষ অতিথি।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengali television Sree Chaitanya actor at ISKCON Mayapur Rathyatra

ছবি সৌজন্য়: শুভ রায়চৌধুরী

Bengali Television, Mayapur, ISKCON, Subho RoyChowdhury: প্রতি বছর রথযাত্রায় মুখর হয়ে ওঠে মায়াপুর। ইসকন মন্দিরের রথের রশি স্পর্শ করতে ও মেলার আনন্দ নিতে কয়েক হাজার মানুষ আসেন মন্দির প্রাঙ্গণে। এবছর সেই উৎসবে অংশ নিলেন টেলি-অভিনেতা শুভ রায়চৌধুরী। বিগত প্রায় প্রায় দু বছর কালারস বাংলার 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ধারাবাহিকে শ্রীচৈতন্যের ভুমিকাতে তিনি অভিনয় করেছেন। তাঁকেই এবছরের রথযাত্রা উৎসবের বিশেষ অতিথি হিসেব আমন্ত্রণ জানায় মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষ।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে শুভ রায়চৌধুরী জানালেন, ''আমার কাছে এই আমন্ত্রণ যে কতটা সম্মানের তা বোঝাতে পারব না। আমি এর আগে একবারই এসেছি মায়াপুরে। রথে এই প্রথম বার আর কোনওদিন যে জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে আমি প্রত্য়ক্ষভাবে অংশ নিতে পারব তা সত্যিই ভাবিনি। আমার অনেক দিনের চাওয়া আজ পূর্ণ হল বলতে পারো।''

আরও পড়ুন: ক্য়ামেরার সামনে দাঁড়াতে ভয় পাবেন শিল্পীরা! ‘মহাপ্রভু’ ছেড়ে মন্তব্য অভিনেতার

৪ জুলাই দুপুরের মধ্যেই কলকাতা থেকে মায়াপুরে পৌঁছে যান অভিনেতা। রথযাত্রার নিয়মপালন শুরু হয় দুপুর দুটো নাগাদ। প্রথমে সোনার ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করা, তার পরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আরতি করে, তাঁদের বিগ্রহের সামনে নারকোল উৎসর্গ করে রথযাত্রার উৎসব শুরু। সবই নিজে হাতে করেছেন শুভ।

Mayapur ISKCON Rathyatra 2019 ছবি সৌজন্য়: শুভ রায়চৌধুরী

''আমার নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে হচ্ছে যে মহারাজেরা আমাকে এই শুভকাজের জন্য় নির্বাচন করেছেন'', জানালেন অভিনেতা। কড়া নিরাপত্তার মধ্যেই তিনি আজ উদ্বোধন করলেন এই উৎসবের। কারণ মহাপ্রভু-র চরিত্রে অত্য়ন্ত জনপ্রিয় হয়েছিলেন শুভ রায়চৌধুরী। এর আগে বাংলা টেলিভিশনে বহু চরিত্রেই অভিনয় করেছেন কিন্তু এই চরিত্রটি নিঃসন্দেহে তাঁর অভিনয় জীবনের সেরা প্রাপ্তি।

কিন্তু গত মে মাসেই তিনি 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বকেয়া পেমেন্টের কারণে। ওই ধারাবাহিকটি প্রথম থেকেই ছিল প্রযোজক রানা সরকারের দাগ ক্রিয়েটিভ মিডিয়া-র তত্ত্বাবধানে। এবং ওই সংস্থাই দীর্ঘদিন শিল্পী ও কলাকুশলীদের পেমেন্ট বকেয়া রাখে। গত মার্চ মাসে চ্য়ানেলের হস্তক্ষেপে ধারাবাহিকের প্রযোজনার দায়িত্ব চলে যায় সুরিন্দর ফিল্মসের হাতে কিন্তু তার পরেও দাগ ক্রিয়েটিভ মিডিয়া-র বকেয়া টাকারা সমস্য়া মেটে না।

Bengali television Sree Chaitanya actor at ISKCON Mayapur Rathyatra ছবি সৌজন্য়: শুভ রায়চৌধুরী

দাগ ক্রিয়েটিভ মিডিয়া-র সেই বকেয়া টাকার ইস্যুতেই মে মাসের শেষের দিকে ধারাবাহিক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন শুভ রায়চৌধুরী। অতি সম্প্রতি, জুনের মাঝামাঝি সেই টাকা উদ্ধার হয়েছে আর্টিস্টস ফোরামের মধ্যস্থতায় ও তৎপরতায়। তার পরেই মায়াপুরের রথযাত্রা উৎসবে তাঁর আমন্ত্রণ নিতান্তই ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করেন অভিনেতা।

''আমরা সবাই তাঁর করুণার পাত্র। আমি যে আজ তাঁর উৎসবে আসতে পেরেছি, এত মানুষের সম্মান ও ভালবাসা পেয়েছি, সবই তাঁর কৃপা'', জানালেন শুভ।

Bengali Serial Bengali Television Bengali Actor
Advertisment