Advertisment

Tollywood: সাইকেলের চেন গলায় পেঁচিয়েই মারতে চেয়েছিলেন! অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের ভয়ানক কথায় কেঁপে উঠলেন দাদা

dadagiri: সেদিন প্রাণ হাতেই যা কাণ্ড করেছিলেন তিনি! সৌরভ চমকে উঠলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dadagiri, sourav ganguly, tollywood, kaushik banerjee

Dadagiri: দাদাগিরির মঞ্চেই উঠল সেকথা!

Kaushik Banerjee: অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়, তাঁর অভিনয় নিয়ে কোনও প্রশ্ন তোলাই উচিত না। বাবার হাত ধরেই সিনেমার জগতে পা রাখা। তখনও টেলিভিশন আসেনি। একাধিক কাজ করেছেন। নানা চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।

Advertisment

কিন্তু, একবার তাঁরসঙ্গে যা হয়েছিল, তিনি নিজেই যেন বিশ্বাস করতে পারেননি তিনি। কী হয়েছিল তাঁর সঙ্গে? স্টেজ শো করতে গিয়েই যেন বিপদে পড়েছিলেন তিনি। সঙ্গে সহ অভিনেত্রী হিসেবে ছিলেন তাঁর সহ-ধর্মিণী লাবনী। অভিনেতা সেদিন বাগরাহাটের ঘটনার কথা বলতে গিয়েই জানান…

"মনে আছে, স্টেজের ওপর লাইট খুব কম ছিল। কোনও একটা কারণ হবে হয়তো। আমি অভিনয় করতে গিয়ে লক্ষ্য করলাম, অনুভব করলাম যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। থাকার কথা নয়। হঠাৎ আমি পেছনে ঘুরতেই দেখাল্ম একজন ভদ্রলোক সাইকেলের চেন নিয়ে দাঁড়িয়ে আছে, আমার গলায় প্যাঁচ দেবে বলে।"

আরও পড়ুন - Ziaul Faruq Apurba: লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, ভয়ঙ্কর অভিযোগে বিদ্ধ বাংলাদেশি নায়ক অপূর্ব

এখানেই শেষ না। এমন অবস্থা দেখে রীতিমতো থমকে যান অভিনেতা, সুযোগ বুঝেই আগে তাঁর গায়ে হাত দেন। তাঁকে থামানোর চেষ্টা করেন। বললেন, "আমি তো অবাক। আগে থিয়েটার বন্ধ করলাম। তারপর, তাঁকে পুলিশ এসে ধরল। তো, এই যে বিষয়গুলো, একটু নেগেটিভ চরিত্রের কারণেও হত।"

প্রসঙ্গত, তিনি একসময় বাংলা ছবির ভিলেনদের মধ্যে অন্যতম ছিলেন। বর্তমানে তিনি সিরিয়ালেই বেশি অভিনয় করছেন। যোগমায়া ধারাবাহিকে তাঁকে দেখা যেতে চলেছে।

Sourav Ganguly tollywood Entertainment News
Advertisment