Advertisment

Rahul Dev Bose: জিৎ - প্রসেনজিতের বিগ বাজেট প্রোজেক্টে নাম লেখালেন টেলিভিশন তারকা, বলিউডে পা রাখছেন রাহুল?

Television star in bollywood: টলিপাড়ার এই জনপ্রিয় মুখ এবার বলিউডে। রাহুল নীরজ পান্ডের পরবর্তী সিরিজে কাজ করছেন। মুম্বাইয়ে কাজ করছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
rahul dev bose

Rahul Dev- রাহুল যোগ দিলেন কোন ছবিতে?

বাংলা থেকে একঝাঁক তারকা খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টারে জায়গা করে নিয়েছেন। সেই তালিকায় এবার জায়গা আরও পেলেন আরও এক টেলিভিশনের জনপ্রিয় মুখ। তাঁকে বহু সিরিয়ালে দেখেছেন মানুষ।

Advertisment

বর্তমানে তিনি শুটিং করছেন মুম্বাইয়ে। তিনি আর কেউ নন বরং বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ রাহুল দেব বসু। দীর্ঘদিন বাংলা সিরিয়াল থেকে দূরে আছেন তিনি। তবে, কানাঘুষো খবর তিনি নাকি নীরজ পান্ডেকে নিজের অভিনয় দিয়েই মুগ্ধ করেছেন। খাঁকির হাত ধরেই বলিউডে অভিষেক হতে চলেছে তাঁর। এই সিরিজে দেখা যাবে, জিৎ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে।

রাহুল এই সিরিজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায়। ইতিবাচক ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। জিৎ এই ছবির শুটিং করেছেন কলকাতায়। তাঁর পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও মুম্বাইয়ে বহুদিন করেছেন শুটিং। এমনকি, সঙ্গে ছিলেন শাশ্বত নিজেও। রাহুল এর শুটিং করতে করতেই এসেছিলেন এই শহরে। যোগ দিয়েছিলেন একটি প্রতিবাদী মিছিলে।

জানা যাচ্ছে, এই সিরিজে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লুক রয়েছে তাঁর। একাধিক রূপে দেখা যাবে রাহুলকে। জিতের পাশাপাশি এই সিরিজে রাহুলকে পজেটিভ চরিত্রে দেখা যেতে চলেছে। অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন একদম ভিন্নরকম দাপুটে খলনায়কের চরিত্রে।

উল্লেখ্য, রাহুলকে দেখা গিয়েছিল, নষ্টনীড় ২ সিরিজে। একবছর আগে তাঁর এবং দেবাদৃতার প্রেম নিয়ে নানা আলোচনা হয়। যদিও, এখন তাঁর নতুন লুক কেমন হয় সেটাই দেখার।

tollywood Tollywood Television star Rahul dev bose
Advertisment