Advertisment
Presenting Partner
Desktop GIF

Bengali TV actor Gourab Chatterjee: কেরলের বন্যাদুর্গতদের পাশে বাংলার টেলিতারকারা

Bengali TV actors Gourab Chatterjee helps Kerala Floods Victims: কেরলের ঘরছাড়াদের সাহায্যের তালিকায় নাম লেখালেন বাংলার টেলি তারকারাও।

author-image
IE Bangla Web Desk
New Update
gouab

Bengali actors helps Kerala Floods Victims: বন্যাদুর্গতদের পাশে টেলিতারকারা।

Bengali TV actor Gourab Chatterjee: কেরলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে লক্ষাধিক। বন্যার জেরে অগণিত মানুষ ঘরছাড়া। ত্রাণশিবিরেও উপচে পড়া ভিড় দুর্দশাগ্রস্তদের। ২ লক্ষেরও বেশি মানুষকে দেড়হাজারেরও বেশি শিবিরে উদ্ধার করে নিয়ে এসে রাখা হয়েছে। বন্যাদুর্গতদের পাশে থাকার আর্জি জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেলেব থেকে আম আদমি, তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন সবাই। বি-টাউনের শাহরুখ থেকে বরুণ ধাওয়ান, অনুষ্কা শর্মা, সিদ্ধার্থ মালহোত্রা, ফারহান আখতার, সহ আরও অনেকে সাহায্যের হাত বাড়িয়েছেন ইতিমধ্যেই। এবার এই তালিকায় নাম লেখালেন বাংলার টেলি তারকারাও। কেরলের বন্যাদুর্গতের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। নাম রয়েছে গৌরব রায় চৌধুরীরও।

Advertisment

আরও পড়ুন: কেরালার বন্যাত্রাণে হাত বাড়ালেন শাহরুখ খান থেকে মাছ বিক্রেতা ছাত্রী

এনিয়ে সোশাল সাইটে একটি পোস্টও শেয়ার করেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, মানুষকে কেরলের পাশে দাঁড়াতে আহ্বানও জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, গত  কয়েকদন ধরেই টলিপাড়ায় টানাপোড়েন চলছিল, প্রাপ্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হওয়ার কারণে কার্যত ধর্মঘটের ডাক দিয়েছিলেন অভিনেতা অভিনেত্রীরা। যদিও আজ বৃহস্পতিবার মূখ্য়মন্ত্রীর হস্তক্ষেপে সেই জট কেটে গিয়েছে ইতিমধ্যেই। তবে এর কোনওটাই খুব একটা প্রভাব ফেলেনি গৌরবদের ওপর। মানবিকতার খাতিরেই নিজেদের দায়িত্ব পালনে পিছ পা হননি তাঁরা। একটা মোটা অঙ্কের টাকা তাঁরা পাঠিয়েছেন ত্রাণ শিবিরে।

পরিসংখ্যান অনুযায়ী গত ১০০ বছরের এমন অবস্থা চাক্ষুষ করেনি কেরল। রোজই বাড়ছে মৃতের সংখ্যা। সাহায্যের প্রয়োজনও বাড়ছে পাল্লা দিয়েই। আপনিও আপনার সামর্থ্য মতো সাহায্য করতে পারেন কেরলকে। কীভাবে করতে হবে তার বিস্তারিত রইল নিচের লিঙ্কে। পরপর ধাপ মানলেই আপনার সাহায্য পৌঁছে যাবে কেরলের বন্যাদুর্গতদের কাছে।

আরও পড়ুন: বানভাসি কেরালার মানুষগুলোর পাশে দাঁড়াবেন কেমন ভাবে ?

kerala
Advertisment