scorecardresearch

নতুন নায়কের সঙ্গে রসায়ন কেমন, জানালেন স্বস্তিকা

এই প্রথম একসঙ্গে কাজ করছেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও স্বস্তিকা দত্ত। নতুন কাজ, নতুন নায়ক আর নতুন চরিত্র, সব কিছু নিয়েই কথা বললেন অভিনেত্রী।

Swastika Dutta on her new hero
রুদ্রজিত মুখোপাধ্য়ায় ও স্বস্তিকা দত্ত। (ছবি সৌজন্যঃ স্বস্তিকা)

প্রায় দু’সপ্তাহ হল, ‘ডালি’ থেকে ‘কেকা’ হয়েছেন স্বস্তিকা দত্ত। সেই নিয়ে দারুণ খুশি ছোটপর্দার এই বড় নায়িকা। শুধু তাই নয়, রূপকথার নায়ক থেকে আবার সোশ্যাল ড্রামার নায়ক হলেন রুদ্রজিৎ মুখোপাধ্যায়। স্টার জলসা-র রাত নটার স্লটের ‘বিজয়িনী’ ধারাবাহিকের এই জুটি এখন খবরের শিরোনামে।

প্রধান চরিত্রের মুখ বদল সবসময়েই টেলি-ধারাবাহিকের ক্ষেত্রে একটি বিশেষ ঘটনা। এবারে একেবারে জুটি বদল, যা সম্ভবত বাংলা টেলিভিশনে আগে ঘটেনি। ‘ইষ্টিকুটুম’-এ বাহা বদলেছে, ‘মিলনতিথি’-তে অর্জুন বদলেছে। এমন আরও নানা উদাহরণ রয়েছে যেখানে হয় নায়ক নয়তো নায়িকা বা খলনায়িকা বদলে গিয়েছে। কিন্তু একই সঙ্গে নায়ক-নায়িকা বদলে যাওয়া, সাম্প্রতিক কালে বাংলা টেলিপর্দাতে নজরে পড়েনি।

Swastika Dutta
স্বস্তিকা দত্ত

তবে এই বদল যে ধারাবাহিকের পক্ষে ভাল হবে, তা নিয়ে আশাবাদী প্রযোজক থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ সবাই। টিআরপি ঊর্ধ্বমুখী হয়েছে বদলের প্রথম সপ্তাহ থেকেই। এই নিয়ে বেশ খুশি নায়িকা, তবে নতুন চরিত্রের জন্য় অনেক পরিশ্রমও করতে হচ্ছে তাঁকে।

আরও পড়ুন: হৃতিককে দেখেই অভিনয়ে আসা, আরেফিন জানালেন ‘চুপকথা’

“আমি ট্রেনড কথক শিল্পী, কিন্তু ওড়িশি তো শিখিনি আগে, তাই নতুন করে শিখছি যাতে মুদ্রা ও ভঙ্গিমাগুলো ঠিক থাকে। আরও একটা জিনিস শিখেছি,” হাসতে হাসতে জানালেন নায়িকা, “টোটো চালানো!” এর আগে ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকে রিকশা চালিয়েছেন। সেখানে আবার সওয়ার ছিলেন ছ’জন! বাংলা বিনোদন জগতে নায়িকার এমন ক্যারিশমা কিন্তু বিরল। এখানে আবার যোগ হল টোটো! নতুন কাজ নিয়ে তাই খুবই মেতে রয়েছেন তিনি।

শুধু তাই নয়, চরিত্রের বেশ প্রভাবও পড়েছে তাঁর উপর। “আমি এখন আগের চেয়ে অনেক আস্তে কথা বলি,” মজা করেই বললেন স্বস্তিকা। অর্থাৎ খুব অল্পদিনের মধ্যেই নতুন চরিত্রের মেজাজটি ধরে ফেলেছেন তিনি। আর নতুন নায়কের সঙ্গে রসায়ন কেমন? রুদ্রজিতকে নিয়ে খুবই উচ্ছ্বসিত নায়িকা। এই প্রথম কাজ করছেন দুজনে, কিন্তু অল্প সময়ের মধ্যে কাজ সংক্রান্ত বোঝাপড়া বেশ ভালই। নায়কের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

“রুদ্রজিৎ খুব প্রফেশনাল, আর কো-অ্যাক্টর হিসেবে দারুণ। আর আমাদের জুটি যে সবার এত ভাল লাগছে, এটা দেখে আমি খুব খুশি। তবে আমি আর একজনের কথা বলতে চাই, অঞ্জনা বসু। প্রথম যেদিন জানতে পারি যে আমাকে কেকার চরিত্র করতে হবে, আমি মা-কে বলেছিলাম যে আমি ভাবতেই পারছি না অঞ্জনা বসুর সঙ্গে সাজেশন শট করব। আমি ‘অভিমান’ ছবিতে ওঁর সঙ্গে কাজ করেছি, কিন্তু ছবিতে তো আর সিরিয়ালের মতো এতটা বেশি কাজ করার সুযোগ ছিল না। আমি খুব লাকি। সুশান্তদা আর রাইদি-কে ধন্যবাদ এমন সুন্দর একটা সুযোগের জন্য়,” জানালেন নায়িকা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bengali tv actress swastika dutta opens up on her new role and new hero