/indian-express-bangla/media/media_files/2025/02/09/JJYpwCkJm9zqfVCd5sJs.jpg)
dj arun phone pay porota: রাজুদার পর এবার ফোনপে অরুণ, হচ্ছেটা কী? Photograph: (ফাইল চিত্র )
যারা সমাজ মাধ্যমে সক্রিয়, তাঁদের সকলেই এই মানুষটিকে চেনেন। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটু কিছু করলেই সহজে ভাইরাল হয়ে যাচ্ছেন মানুষ। কেউ পরোটা বিক্রি করে ভাইরাল, কেউ কিলো কিলো বিরিয়ানি বিক্রি করে। পরোটা বিক্রি করে ভাইরাল হয়েছেন অনেকেই। তাঁর মধ্যে রাজুদা বেশ জনপ্রিয়।
কিছুদিন আগেই জানা গিয়েছিল রাজু দা নাকি অভিনয়ে আসছেন। পরোটা - সেদ্ধ ডিম বিক্রি করে তিনি দারুণ জনপ্রিয়তা পান। এবং তারপরেই শোনা যায় শহরের একটি নামজাদা প্রযোজনা সংস্থা তাঁকে নাকি অভিনয়ের সুযোগ দিয়েছে। আর এবার ভাইরাল অরুণ দা? ফোন পে পরোটা বিক্রেতা ভাইরাল অরুণ দা, যিনি পরোটা বিক্রির সঙ্গে সঙ্গে নিজের কথার মাধ্যমেও বেশ লাইমলাইটে এসেছিলেন, তিনি নাকি অভিনয় করছেন?
অভিনয়ের যে সুযোগ এসেছে সেকথা তিনি নিজেই জানিয়েছেন। তাঁর দোকানে যারাই যায়, তাঁদেরকেই সমান আসনে বসান অরুণবাবু। সকলের সঙ্গে খোশমেজাজে গল্প পর্যন্ত করেন। সেই অরুণ বাবু এবার সিনেমার পর্দায়? অরুণ বাবু জানিয়েছেন যে তিনি এক মুখ্য চরিত্রে অভিনয় করছেন। কী বলছেন তিনি? ভাইরাল DJ অরুণকে বলতে শোনা গেল...
"একটি মুখ্য চরিত্রে আমি অভিনয় করছি। রিয়েল বাংলা নিবেদিত এবং রেক ফিল্ম প্রোডাকশন প্রযোজিত একটি বাংলা ছায়াছবিতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি। এই নিয়ে আমি এখনই কিছু বলছি না। খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। আমি খুব তাড়াতাড়ি আসছি ফিল্ম জগতে। এছাড়াও স্টেজ প্রোগ্রাম তো করছিই। গান গাইব, সঞ্চালনা করব। আপনারা দেখতে থাকুন আমি কী কী করতে পারি।"
যদিও, একথা অনেকেই জানেন, রাজু দা যখন রুপোলি পর্দায় কাজের সুযোগ পান, অনেকেই এই প্রশ্ন করেছিলেন এভাবে যদি অভিনয় জগতকে ভাসিয়ে দেওয়া হয় তাহলে কি হবে আর? কেউ কেউ এমনও বলেছিলেন, দীর্ঘদিন থিয়েটার করে, নাটকের দলে মহড়া দিয়েও বড় ছবিতে কাজের সুযোগ পান না অনেকেই। বড় প্রযোজনা সংস্থা তাঁদের স্বপ্ন থেকে যায়। সেখানে এভাবে পরোটা বিক্রি করে সিনেমায় সুযোগ কি আদৌ ফিল্মি দুনিয়ার পক্ষে মঙ্গলদায়ক? এবারও কি সেই প্রশ্ন ওঠে?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us