Sufiyana Season 2, Web Series: ২০১৭ সালে যখন বাঙালিরা সদ্য নেটফ্লিক্স-অ্য়ামাজন প্রাইমের সাবস্ক্রিপশন সম্পর্কে জানছেন, অনলাইন স্ট্রিমিং প্ল্য়াটফর্ম বলতে ঠিক কী বোঝায় সেই বিষয়ে দশর্কের জ্ঞান বাড়ছে, তখনও বাংলা ওয়েব সিরিজ নিয়ে অতটাও মাথা ঘামাতেন না দর্শক। 'দুপুর ঠাকুরপো' দিয়েই কিন্তু বাঙালির ওয়েব সিরিজ দেখার অভ্য়াস শুরু। তখনও বাঙালি ওয়েব সিরিজে যৌন সুড়সুড়ি খুঁজতে ও দেখতে অভ্য়স্ত দর্শক। সেই মানসিকতার মূলেই আঘাত করেছিল আড্ডাটাইমস-এর 'সুফিয়ানা' যা এখনও পর্যন্ত বাংলা ওয়েব মাধ্য়মের সেরা সিরিজ। আর কিছুদিনের মধ্যেই আসছে 'সুফিয়ানা'-র পরবর্তী সিজন।
'সুফিয়ানা'-র মতো মাল্টিলেয়ারড, আদ্যন্ত রাজনৈতিক অথচ সংবেদনশীল মানবিক গল্প বাংলা ওয়েব মাধ্যমে সেভাবে বলা হয়ে ওঠেনি। ১৯৪৬-এর দাঙ্গায় জন্ম সুফির। তার শরীরে দুই সম্প্রদায়ের রক্ত। সম্প্রীতির আর এক নাম সুফি। কিন্তু 'সুফিয়ানা' প্রথম সিজনে কখনওই এই সমাজ-রাজনৈতিক প্রেক্ষাপট ছাপিয়ে ওঠে না দেশভাগ-পরবর্তী সময়ে এক কিশোরী মেয়ের বড় হয়ে ওঠার মাধুর্যকে।
দ্বিতীয় সিজনের পোস্টার
আরও পড়ুন: বাংলা পর্দার এই বাবাদের চিরকাল মনে রাখবেন দর্শক
সুফি আসলে চিরন্তন ইতিবাচকতার প্রতীক যা চরম সঙ্কট পেরিয়ে যেতে ভরসা জোগায়। অনুশা বিশ্বনাথনের স্নিগ্ধতা ও স্বাভাবিক অভিনয় সিরিজের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। তেমনই সুন্দর এই সিরিজের নির্মাণ। বাংলা ওয়েবে সবচেয়ে নান্দনিক কাজ 'সুফিয়ানা'। সেই অনবদ্য সিরিজের দ্বিতীয় সিজন আসছে খুব তাড়াতাড়ি। এই সিজনের প্রেক্ষাপট ১৯৭১। একদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও অন্যদিকে নকশাল আন্দোলন। তার মধ্যে দিয়েই গায়িকা সুফির যাত্রা।
এই সিজনে যুবতী সুফির ভূমিকায় রয়েছেন শাঁওলী চট্টোপাধ্য়ায়। সুফি এখানে প্রতিষ্ঠিত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তার প্রেম, তার গান ও তার সঙ্গে জড়িয়ে পড়া সমসাময়িক রাজনীতিই এই সিজনের গল্পের মূল থিম। সম্প্রতি দ্বিতীয় সিজনের টিজারটি মুক্তি পেয়েছে। দেখে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে--
অন্য়ান্য় প্রধান চরিত্রে রয়েছেন অর্ণ মুখোপাধ্যায় ও তথাগত চৌধুরী। সিরিজটি পরিচালনা করেছেন অভিনন্দন দত্ত।