২০২৪ বাংলা ছবির ক্ষেত্রে সমুদ্রের ঢেউয়ের মতো ছিল। অনেক ছবির মধ্যে কিছু ছবি যেমন ব্লকবাস্টার হিট হয়, তেমনই কিছু কিছু এবারের ডিসাস্টার তালিকায় জায়গা পেয়েছে। তবে, যে বাংলা ছবিগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে সেগুলো আপনার watchlist থেকে বাদ পড়েনি তো?
জানুয়ারি থেকে ডিসেম্বর, কিছু ছবি বক্স অফিস কাঁপিয়েছে আবার কিছু ছবি বক্স অফিসে ভাল ব্যবসা না করতে পারলেও মানুষের বেশ পছন্দ হয়েছে। যারা সিনেপ্রেমী, তাঁরা নিশ্চই বর্তমানে খাদান কিংবা সন্তান, অথবা ৫ নং স্বপ্নময় লেন অথবা চালচিত্র দেখে ফেলেছেন বা দেখবেন। এবার দেখে নেওয়া যাক এবছর কোন কোন ছবিগুলি মনোরঞ্জনের টপে ছিল?
চালচিত্র এখন : অঞ্জন দত্ত পরিচালিত এবং শাওন চক্রবর্তী অভিনীত এই ছবি কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের প্রতি একটি উৎসর্গ। এই ছবিতে দেখানো হয়েছে কীভাবে মৃণাল সেন, নিজের কাজের মাধ্যমে ভারতীয় সিনেমাকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের স্তরে। এই ছবি কিন্তু দেখা যেতেই পারে।
অযোগ্য : প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির ৫০ তম ছবি, যা নিয়ে উৎসাহিত ছিল গোটা টলিউড এই ছবি দীর্ঘদিন রাজ করেছে বক্স অফিসে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর অভিনয় দারুণ প্রশংসা পেয়েছে। এখানেই শেষ না। ঋতুপর্ণা এবং বুম্বা জুটি ফের একবার সম্পর্কের গল্পে মন জয় করে নিয়েছিলেন। ছবিটি পরিচালনা করেন কৌশিক গাঙ্গুলি।
এটা আমাদের গল্প : পরিচালক মানসী সিনহার প্রথম বই, যেটি এমন এক সম্পর্কের গল্প বলে যেখানে দেখানো হয়, যেকোনও বয়সেই নতুন করে শুরু করা যায়। প্রেমের কোনও বয়স নেই, ভালবাসার কোনও বয়স নেই। অপরাজিতা এবং শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি দারুণ জনপ্রিয় হয়।
দাবাড়ু : পথিকৃৎ বসু পরিচালিত এই ছবি, গ্র্যান্ড মাস্টার সূর্য শেখর গাঙ্গুলির জীবনের ওপর ভিত্তি করে তৈরি। যেখানে অভিনয় পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী এবং অন্যান্য। এই ছবি দীর্ঘদিন ধরে দর্শকের পছন্দের তালিকায় ছিল। অনেকদিন, হলে ছিল এই ছবি।
বাবলী : রাজ চক্রবর্তী পরিচালিত শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি আসলে বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে তৈরি। রোমান্টিক এই ছবি যদিও বা যখন শহর কলকাতায় রিলিজ করে তখন আরজি কর কান্ড চলছে। তাই, এই ছবি সেভাবে হল রাজত্ব না করলেও, এই ছবি যারা দেখেননি তাঁরা দেখতে পারেন।
বহুরূপী : পুজো রিলিজের ব্লকবাস্টার হিট এই ছবি। শিবপ্রসাদ নন্দিতার এই ছবি এখনও হাউসফুল। বহুরূপী এক ব্যাংক ডাকাতির গল্প, যা মানুষকে দারুণ আনন্দ দিয়েছিল। এই ছবি নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তাই বছর শেষেও হলে গিয়ে এই ছবি দেখা যেতেই পারে।
যমালয়ে জীবন্ত ভানু : এই ছবিতে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁকে দেখা গিয়েছিল ভানু বন্দ্যোপাধ্যায় এর ভূমিকায়। একদম ভিন্ন ধরনের ছবি, যা অনেকের ভাল লাগবে।