Bengali Movies in OTT: বাংলা ছবি পছন্দ? এগুলি ফের একবার দেখতে পারেন... Photograph: (ফাইল চিত্র )
এই সপ্তাহে ছুটি ছুটি রব। একে তো বছর শেষের উৎসব তাঁর সঙ্গে পিকনিক থেকে শুরু করে কত কান্ড। তাই শীতের এই আমেজে কেক খেতে খেতে, কিংবা দুপুরবেলার কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে বাংলা ছবি না দেখলেই নয়। বড়দিনের ছুটিতে আপনার পরিবারের সবাই মিলে এই বাংলা ছবিগুলি একবার ঘুরিয়ে দেখা যেতেই পারে।
Advertisment
কী ভাবছেন? কোথায় দেখবেন? সন্ধান রইল। আপনার বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষরা, কাউকে উঠে যেতে হবে না স্ক্রিনের সামনে থেকে। তাই, দুপুর থেকে সন্ধ্যে, কোন ছবিগুলো আপনি দেখতে পারেন, সেই তালিকা রইল।
১. পথের পাঁচালী : সত্যজিৎ রায়ের এই সৃষ্টি, যাকে নিয়ে সারা বিশ্ব গর্ব করে, নিশ্চই নতুন করে আর কিছু বলার নেই। আর পরিবারের সকলে এই সিনেমা রিভিজিট করা যেতেই পারে। দেখা যাবে Plex এবং Amazon prime এ।
পথের পাঁচালি - ছবিঃ সংগৃহীত
Advertisment
২. শ্রীমান পৃথ্বীরাজ : পরিচালক তরুণ মজুমদারের এই ছবি বাংলা সিনেমার ইতিহাসে একটা আইকন। রসিক এবং অমলার সংসারের এই গল্পটি দেখা যেতে পারে সপরিবারে। দেখা যাবে হইচই এবং Amazon Prime এ।
৩. ভূতের ভবিষ্যৎ : অনীক দত্ত পরিচালিত এই ছবিটি আরও একবার কেন, বারবার দেখা যায়। যেমন গল্প, তেমন মনোরঞ্জন। এই ছবি দেখা যাবে, Amazon Prime এ।
ভূতের ভবিষ্যৎ
৪. জ্যেষ্ঠপুত্র : কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটি একটু অন্যরকম হলেও বেশিরভাগের ভাল লাগবে এই ছবিটি। বাড়ির ছেলে এবং সুপারস্টার ইন্দ্রজিতের ফিরে আসা পরিবারে ঠিক কী পরিস্থিতি সৃষ্টি করে সেটাই জানাবে এই ছবি। দেখা যাবে Amazon Prime এ।
৫. গুপি গাইন বাঘা বাইন : ফের, সত্যজিৎ রায়ের আরেক কীর্তি। এই ছবি নিয়ে নতুন করে কিছু বলার নেই। সেলুলয়েড মায়েস্ট্র যে ছবি বানিয়ে গিয়েছেন, যেমন বাচ্চাদের জন্য, তেমন বড়দের জন্য। দেখা যাবে Plex এ।
৬. চাঁদের পাহাড় : বাচ্চাদের জন্য একদম আইডিয়াল এই ছবি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসের এই সিনেমাটিক ভার্সন বেজায় দারুণ। দেব অভিনীত এই ছবিটি শীতের দুপুরে উপভোগ্য। হইচই এবং Amazon Prime এ দেখা যাবে।
গুমনামী
৭. গুমনামী: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছবিতে নেতাজির ভূমিকায়। তাঁকে নিয়ে মানুষের জানার শেষ নেই। দেশনেতার নিরুদ্দেশ হয়ে যাওয়ার ওপর এই গল্প। এই ছবি দেখা যাবে Amazon Prime এবং Hotstar এ।
৮. প্রজাপতি : দেব এবং মিঠুন অভিনীত এই ছবি বাবা এবং ছেলের সম্পর্কের এক দারুণ গল্প। এটি দেখা যেতে পারে, Zee5 এ।