/indian-express-bangla/media/media_files/2025/10/29/chanchal-2025-10-29-17-27-50.jpg)
দেখুন তাঁর টপ ৫ নাটক...
বাংলাদেশের কিংবদন্তি অভিনেতাদের মধ্যে যারা আছেন, তাঁদের মধ্যে অন্যতম চঞ্চল চৌধুরী। এই অভিনেতার সিনেমা যেমন বর্তমানে বেশ জনপ্রিয়, ঠিক তেমনই একসময় তিনি যে ধরনের নাটক উপহার দিয়েছেন, সেগুলো বেশ মজাদার। বিশেষ করে চঞ্চল জনপ্রিয় ছিলেন কমেডি জাতীয় নাটকের জন্য। বাংলাদেশের সঙ্গে সঙ্গে এদেশের মানুষদের বেশ হাসিয়েছেন তিনি।
এমনকি, সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে ভাইরাল হয় সেসব ডায়লগ। কিন্তু, এখন অভিনেতা যে ধরনের সিরিয়াস রোলে অভিনয় করেন যেন তাঁকে পুরোনো মানুষটার সঙ্গে মেলানো যায় না। চঞ্চল চৌধুরী এমন এক অভিনেতা, তিনি যেকোনও চরিত্রে বেশ সাবলীল। শেষে, পদাতিক ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছেন। ফিরে দেখা যাক, তাঁর এমন কয়েকটি নাটক, যা তাঁকে পরিচিত করেছিল সকলের কাছে।
পাত্রী চাই- এই নাটক চঞ্চলের অন্যতম হাসির নাটক। তাঁর পরিচালক সালাউদ্দিন লাভলু। এই নাটক পুরোটাই পাত্রী দেখতে যাওয়ার মজার ঘটনা নিয়ে।
হাড় কিপটে- একই গ্রামের দুই কৃপণ বন্ধু নজর আলী ও হারাধন দত্তের বাড়িতেও চলছে অন্যরকম টানাপোড়েন। নজর আলীর স্ত্রী কমলা বানু সংসারের ব্যয় নিয়ে অত্যন্ত সচেতন, কিন্তু তাঁর স্বামীর হাড়কিপ্টেমির জন্য ঘরে অশান্তি লেগেই থাকে। তাদের এই কৃপণতার কারণে পরিবারে ঘটে নানা মজার ঘটনা, যা হাসির মধ্য দিয়েই গ্রামীণ জীবনের বাস্তব চিত্র ফুটিয়ে তোলে।
অলস পরিবার - "অলস পরিবার" নাটকটি "টোটাল ড্রামা"। এই নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোসাররফ করিম। হাসির অন্যতম নাটক এটি।
তিন গ্যাদা - বাংলাদেশের জনপ্রিয় কৌতুকনির্ভর নাটক “তিন গ্যাদা” একটি হালকা মেজাজের হাস্যরসাত্মক গল্প, যেখানে তিনজন বন্ধু বা চরিত্রকে নিয়ে গড়ে উঠেছে একের পর এক মজার ঘটনা। তাদের সবাইকে গ্রামের মানুষ চেনে “তিন গ্যাদা” নামে, কারণ তারা সবসময় কিছু না কিছু গণ্ডগোল বাধায়।
জামাই দাওয়াত - এই নাটকে মন জয় করেছিল চঞ্চলের অভিনয়। গ্রামের মধ্যবিত্ত হারান প্রামাণিক প্রতিবছর ঈদের সময় বিপাকে পড়েন, কারণ তাঁর তিন মেয়ে ও তিন জামাই একসঙ্গে বাড়িতে আসে। আপ্যায়ন, পোশাকের দাম, লুঙ্গির রঙ বা পাঞ্জাবির বোতাম— এইসব তুচ্ছ বিষয় নিয়ে বোনেদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। ঈদের আনন্দ কখনো কখনো পরিণত হয় পারিবারিক কাণ্ডকারখানায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us
 Follow Us