Best Dialogue: মাকে নিয়ে বাংলা ছবিতে আবেগঘন ডায়লগ যা কোনদিন ভোলা যাবে না, জানেন কোনগুলো?

Best Emotional Dialogue: আন্তর্জাতিক মাতৃদিবসে বাংলা সিনেমার এমন কিছু কালজয়ী সংলাপ আছে যা যুগে যুগে সমাদৃত। এক নজরে দেখে নেওয়া যাক সেইরকম কিছু বাংলা ছবিতে মায়েদের সেরা সংলাপ। দেখে নিন এক ক্লিকে।

Best Emotional Dialogue: আন্তর্জাতিক মাতৃদিবসে বাংলা সিনেমার এমন কিছু কালজয়ী সংলাপ আছে যা যুগে যুগে সমাদৃত। এক নজরে দেখে নেওয়া যাক সেইরকম কিছু বাংলা ছবিতে মায়েদের সেরা সংলাপ। দেখে নিন এক ক্লিকে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
মাকে নিয়ে বাংলা ছবিতে আবেগঘন ডায়লগ

মাকে নিয়ে বাংলা ছবিতে আবেগঘন ডায়লগ

Mother's day Special Dialogue: মে মাসের দ্বিতীয় রবিবার, এই দিনটি মায়েদের জন্যই উৎসর্গ করা হয়। চলতি বছরে ১১ মে পালিত হচ্ছে মাতৃদিবস। কেউ মায়ের সঙ্গে মাতৃদিবস পালনের আনন্দ উপভোগ করছে তো কেউ আবার এই দিনটিতে মাতৃশোকে বিহ্বল। মূলত আমেরিকায় এই দিনটি পালিত হয়। এখন গোটা বিশ্বেই উদযাপিত হয় মাদার্স ডে। মাকে ছাড়া তো জন্মই অসম্ভব। তাঁর হাত ধরেই তো জীবনের প্রথম হাঁটা শেখা। মা ডাকের মধ্যে দিয়েই তো কথা বলা শুরু। আন্তর্জাতিক মাতৃদিবসে বাংলা সিনেমার এমন কিছু কালজয়ী সংলাপ আছে যা যুদে যুগে সমাদৃত। এক নজরে দেখে নেওয়া যাক সেইরকম কিছু বাংলা ছবিতে মায়েদের সেরা সংলাপ। 


অপুর সংসার

Advertisment

প্রবাদপ্রতীম চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি 'অপুর সংসার'। মুক্তি পেয়েছিল ১৯৫৯ সালে। এই ছবিতে মা সর্বজয়া (অপুর মা), যিনি তাঁর প্রথম ছবি পথের পাঁচালী থেকে শুরু করে অপুর সংসার পর্যন্ত এক অনিঃশেষ মমতার প্রতীক। আন্তর্জাতিক মাতৃদিবসে আন্তর্জাতিক স্তরে সমাদৃত এই ছবির বিশেষ সংলাপ অপু, খোকা, বাইরে যাস না, ঝড় আসছে রে...আজকের দিনের জন্য খুবই প্রাসঙ্গিক। কয়েক শতাব্দী পর আজও বাঙালির মমনে গেঁথে রয়েছে এই সংলাপ। যেখানে মা-এর উদ্বেগ, স্নেহ ও ছায়ার মতো মমতা ফুটে উঠেছিল।

সাঁঝবাতি

২০১৯ সালে মুক্তি পেয়েছিল 'সাঁঝবাতি'। অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, পরান বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে অবশ্যই প্রাসঙ্গিক এই ছবির একটি সংলাপ, 'সবাই মা বলে ডাকলেও, কেউ মায়ের মতো ভালবাসে না'।  বৃদ্ধাশ্রমে থাকা এক নিঃসঙ্গ 'মা'-এর মুখে উচ্চারিত এই সংলাপ বাঙালির হৃদয় ছুঁয়েছিল। 

পারমিতার একদিন

Advertisment

আন্তর্জাতিক মাতৃদিবসে আরও একটি সংলাপ ভীষণভাবে মনে প্রভাব ফেলে। সেটি হল ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত অপর্ণা সেন পরিচালিত ছবি পারমিতার একদিন। এই ছবির সংলাপ 'মা, তুমি আমার সেই বন্ধুও, যাকে আমি কখনো বুঝিনি।' এই সংলাপের মধ্যে রয়েছে মা ও মেয়ের জটিল সম্পর্কের এক তীব্র আত্মোপলব্ধি। 

বেলাশুরু

২০২২-এ মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি বেলাশুরু। এই ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন  স্বাতীলেখা সেনগুপ্ত। তাঁর সংলাপগুলো মাতৃদিবসে প্রতিটি সন্তানের মনে নিঃসন্দেহে প্রভাব ফেলবে। এই ছবির উল্লেখযোগ্য সংলাপ, 'মা বিয়ের আগে আমাকে বলেছিলেন, এমন কাউকে বিয়ে করবি যে তোকে নিজের চেয়েও বেশি ভালবাসবে।' 

আরও পড়ুন 'ছবি শেয়ার করে আর কী হবে সে তো ফিরবে না'! মাদার্স ডে-তে আবেগপ্রবণ কনীনিকা, কী বলছেন মানালি-কৌশানীরা

Mother’s Day Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Television Bengali Film Bengali Film Industry