Advertisment
Presenting Partner
Desktop GIF

বেওয়াফা বিউটি গানে উর্মিলা মাতন্ডকর, বলিউডে কামব্যাক করছেন ছম্মা ছম্মা গার্ল

বেওয়াফা বিউটির তালে বলিউডে কামব্যাক করলেন উর্মিলা মাতন্ডকর। ইরফান খানের ব্ল্যাকমেল ছবিতে একটি আইটেম নাম্বারে ঝড় তুললেন তিনি। মুক্তির পরই অমিত ত্রীবেদীর কম্পোজিশনের এই গান মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Urmila Matondkar has a special number in Irrfan Khan starrer Blackmail

বেওয়াফা বিউটি গানে বলিউডে কামব্যাক করলেন উর্মিলা মাতন্ডকর

৯০ দশকে উর্মিলা মাতন্ডকরের লাবন্য এবং সাহস তাঁকে বলিউডে এনে দিয়েছিল এক স্বতন্ত্র নায়িকার শিরোপা। বলিউডের সেই 'ছম্মা ছম্মা' গার্ল আরও একবার নিজেকে প্রমাণ করলেন নিজেকে। ইরফান খানের নতুন ছবি ব্ল্যাকমেল-এর একটি আইটেম নাম্বারে আবার ঝড় তুললেন তিনি। বেওয়াফা বিউটি নামের এই গানটি দিয়ে বলিউডে কামব্যাক করলেন উর্মিলা মাতন্ডকর। নাচ যে তাঁর রন্ধ্রে রন্ধ্রে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। রঙ্গীলা ছবির রঙ্গীলা রে ও তানহা তানহা, চায়না গেট ছবির ছম্মা ছম্মা, পিয়ার তুনে ক্যায়া কিয়া ছবির কমবক্ত ঈশ্ক এর মতো অসংখ্য হিট গান আছে  তাঁর ঝুলিতে। আজও এই গানগুলির নামোল্লেখ করলেই দর্শকদের চোখে এই গানগুলিই  উর্মিলা মাতন্ডকরের ছবিই ভেসে আসে।

Advertisment

এতসমস্ত হিট গানের প্রায় এক দশক পরে আবার নাচের জুতোয় পা গলিয়েই আবার বাজিমাত করলেন তিনি। অমিত ত্রিবেদীর সুরারোপিত এই গানটি ইউটিউবে মুক্তির পরই  মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকের। কেউ কেউ রঙ্গীলা স্টারের কোমরের দোলায় মুগ্ধ আবার নিন্দুকেরা প্রশ্ন তুলেছেন তাঁর পছন্দ নিয়ে। তবে উর্মিলা ব্যক্তিগতভাবে এই গানে পারফর্ম করে ভীষণ খুশি বলেই জানা গেছে।
প্রসঙ্গত, দেলী বেলী-খ্যাত পরিচালক অভিনব দেও-র নতুন ছবি ব্ল্যাকমেলে অভিনয় করছেন ইরফান খান, কৃতি কুলহারি, অরুণোদয় সিং, ওমি বৈদ্য এবং দিব্যা দত্ত। ইরফান খান অভিনীত চরিত্রটি ঘিরেই এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ছবিতে তাঁর স্ত্রী (কৃতি কুলহারি) তাকে প্রতারণা করেন। তা জানতে পেরেই ইরফানের প্রতিশোধ স্পৃহা ও তাঁর স্ত্রী'র প্রেমিককে ব্ল্যাকমেল করার ছক  নিয়েই এই ছবির প্লট।

Advertisment