Manoj Santoshi Death: দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ের অবসান, প্রয়াত 'ভাবিজি ঘর পর হে'-র লেখক মনোজ

Manoj Santoshi Passes Away: লিভারের সমস্যায় অনেকদিন ভুগছিলেন। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন 'ভাবিজি ঘর পর হে'-র লেখক মনোজ। সব লড়াইয়ের অবসান, তারাদের দেশে মনোজ সন্তোষী।

Manoj Santoshi Passes Away: লিভারের সমস্যায় অনেকদিন ভুগছিলেন। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন 'ভাবিজি ঘর পর হে'-র লেখক মনোজ। সব লড়াইয়ের অবসান, তারাদের দেশে মনোজ সন্তোষী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
প্রয়াত 'ভাবিজি ঘর পর হে'-র লেখক মনোজ

প্রয়াত 'ভাবিজি ঘর পর হে'-র লেখক মনোজ

Manoj Santoshi: জনপ্রিয় হিন্দি কমেডি শো ভাবিজি ঘর পর হ্যায়ের শুটিং চলাকালীন গুরুত্ব অসুস্থ হয়ে পড়েন আসিফ শেখ। চটজলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পর্দায় বিভূতি নারায়ণকে। অভিনেতার অসুস্থতার খবরে একদিকে যখন ভক্তরা উদ্বিগ্ন তখন সামনে এল আরও খারাপ খবর। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ের অবসান। প্রয়াত ভাবিজি ঘর পর হ্যায় ধারাবাহিকের লেখক মনোজ সন্তোষী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টেলি দুনিয়ায়। যাঁর লেখনিতে সকলের মুখে হাসি ফুটত,সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে মনোজ।

Advertisment

উল্লেখ্য, দীর্ঘদিন লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। একাধিক হিন্দি কমেডি শোয়ের লেখকের শারীরিক অবস্থা বেশ কয়েকদিন ধরেই সঙ্কটজনক ছিল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মনোজের সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী কবিতা কৌশিক সকলকে প্রার্থনা করার আর্জি জানিয়েছেন। তিনিই জানিয়েছিলেন লিভারের অবস্থা খুবই খারাপ ছিল মনোজ সন্তোষীর। 

আবিবার্গের সঙ্গে তাঁর একটা গভীর যোগ ছিল। প্রায়ই এখানে আসতেন। এই শহরের স্থানীয় শিল্পীদের সঙ্গে কাজও করেছেন। আলিবার্গের প্রতিভাসম্পন্ন শিল্পী সুমিত শরফ ও সঞ্জয় মাহেশ্বরীকে ভাবিজি ঘর পর হ্যায়-তে অভিনয়ের সুযোগও দিয়েছেন। মনোজ সন্তোষীর হাত ধরেই ওখানকার শিল্পীরা জাতীয়স্তরে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাই মনোজ সন্তোষির শেষকৃত্য আলিবার্গে হবে বলেই খবর। তাঁকে শ্রদ্ধা জানাবেন অনুগামী, শিল্পী ও কাছের মানুষজন। মনোজের প্রয়াণে ভাবিজি ঘর পর হ্যায়ের ভবিষ্যৎ কোন পথে সেই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কমেডি সোয়ে মনোজের অবদান কোনওদিন ভুলবে না দর্শক। হাসির মধ্যে দিয়েই সকলের অন্তরে চিরদিন রয়ে যাবেন ভাবিজি ঘর পর হ্যায়ের লেখক মনোজ সন্তোষী। 

FIR খ্যাত কবিতা কৌশিক সোশ্যাল মিডিয়ায় পুরনো একটি ভিডিওতে বন্ধুদের জন্য গান গাওয়ার মুহূর্ত শেয়ার করে লিখেছেন, 'আপনারা ওনাকে   Bhabhi Ji Ghar Pe Hai ও  Happu Ki Ultan Paltan,jeeja ji chatth par, Madam may i come in -এর লেখক হিসেবে চেনেন।  FIR, Yes Boss -এর শেষের কয়েকটি এপিসোড সহ বেশ কয়েকটি কমেডি শোয়ের এপিসোডের  লিখেছেন। আজ আমি সকলকে অনুরোধ করব মনোজ সন্তোষীর জন্য একটু প্রার্থনা করুন। লিভারের যন্ত্রণায় হাসপাতালে ছটফট করছেন। ওঁর লিভারটা খুব বাজেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।' 

Advertisment

কবিতা আরও লিখেছেন, 'দয়া করে সকলে ওঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন। শিল্পা সিন্ধে যেভাবে ওঁর খেয়াল রাখছে তার তুলনা হয় না। সকলের প্রার্থনায় নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। জীবনের আরও অনেকগুলো বছর ভালভাবে কাটাতে পারবেন।' পোস্টের অন্তিম ভাগে লিখেছেন, 'উনি যেন টিমের প্রতিটি সদস্য, বন্ধুবান্ধবদের ভালবাসা-প্রার্থনা থেকে বঞ্চিত না হন। প্রত্যেকের প্রার্থনায় যাতে মিরাকল ঘটে যায়।' কিন্তু, শেষ রক্ষা হল না।

Manoj Santoshi Bhabhi Ji Ghar Pe Hai Hindi language hindi serial Hindi Television